Advertisment

Ranna Baati: ভোলবদলে 'রান্নাবাটি'-তে অনির্বাণের চমক, প্রকাশ্যে সোহিনী-ঋত্বিকের ফার্স্ট লুক

Ranna Baati 1st Look: শীঘ্রই শুরু হবে রান্নাবাটির শুটিং। তার আগে প্রকাশ্যে সোহিনী, ঋত্বিক ও অনির্বাণের ফার্স্ট লুক। দেখুন ত্রয়ীর প্রথম ঝলক।

author-image
Kasturi Kundu
New Update
সোহিনী-ঋত্বিকের ফার্স্ট লুক

সোহিনী-ঋত্বিক-অনির্রবাণের ফার্স্ট লুক

Ranna Baati Cast Look: চালচিত্রের সাফল্যকে সঙ্গী করেই পরবর্তী ছবির শ্যুটিং শুরু করছেন পরিচালক প্রতীম ডি গুপ্তা। ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অনির্বাণ চক্রবর্তীর মতো স্টার কাস্ট নিয়ে ফ্লোরে নামার প্রস্তুতি চলছে। প্রতীমের পরবর্তী ছবি রান্নাবাটি। রন্ধনশিল্পীর ভূমিকায় দেখা যাবে সোহিনীকে। আর ঋত্বিকের চরিত্রের নাম সুমিত দাশগুপ্ত।

Advertisment

শীঘ্রই শ্যুটিং করবেন। তার আগে প্রকাশ্যে ঋত্বিক-সোহিনী-অনির্বাণের ফার্স্ট লুক। পর্দার সুমিত ওরফে ঋত্বিক সিনেমার প্রথম ঝলক শেয়ার করে লিখেছেন, প্রতীম ডি গুপ্তার সঙ্গে পাঁচ নম্বর সিনেমার কাজ শুরু হতে চলছে। নতুন ছবির নাম 'রান্নাবাটি'। রইল এই ছবির ফার্স্ট লুক। অনির্বাণ চক্রবর্তী, সোহিনী সরকার ছাড়া আরও যারা অভিনয় করবেন তাদের ছবি ক'দিন বাদে দেব। সামনেই শ্যুটিং শুরু হবে।

সোহিনীর লুক দেখে মনে হচ্ছে, বেশ আধুনিকা এক নারী। অন্যদিকে ঋত্বিকের মধ্যে যেন আজও পুরনো মূল্যবোধ বর্তমান। আর অনির্বাণের তো  একেবারে  ভোলবদল। মাথা ভর্তি চুল, মুখে চওড়া হাসি, এই অনির্বাণকে বোধহয় আগে কখনও দেখেনি দর্শক।

Advertisment

প্রতীমের হাত ধরে অনির্বাণের এই নতুন লুক একেন বা জটায়ু-র চরিত্রকে ছাপিয়ে যেতে পারে কিনা সেটা তো সময় বলবে। বিভিন্ন সময় সিনেমার পর্দা থেকে সিরিজ এমনকী ধারাবাহিকের গল্প 'একা মা'-য়ের লড়াইয়ের গল্প দর্শকের মনে দাগ কেটেছে। কিন্তু, একজন বাবার লড়াইয়ের কাহিনি সেভাবে সিনেমা-সিরিজ বা সিরিয়ালে দেখা যায়নি। 

তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সুজিত বসুর নির্দেশনায় তৈরি 'আই ওয়ান্ট টু টক' মন ছুঁয়েছে দর্শকের। হিন্দির পর এবার বাংলাতেও একাকী বাবার জীবনযুদ্ধের প্রেক্ষাপটে গল্প বুনছেন পরিচালক প্রতীম ডি গুপ্তা। মায়ের মৃত্যুর পর মেয়েকে একা মানুষ করবে সুমিত। নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে।

মা হারা মেয়েকে ভালভাবে মানুষ করতে, মেয়েকে হাসি খুশি রাখতে বাবা হিসেবে কী কী দায়িত্ব পালন করবেন ঋত্বিক? তখনই হঠাৎ সুমিতের চোখে পরে রীতা রে-এর কুকিং ক্লাসের বিজ্ঞাপন। ক্লাস করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পরবে দুজনে। এরপরই কাহানি মে ট্যুইস্ট। বাবা-মেয়ের সম্পর্কের বোঝাপরার বিষয়টাকে কেন্দ্র করেই এগবে প্রতীমের নতুন ছবি রান্নাবাটি।

ছোটবেলা থেকে রান্নাবাটি খেলার মধ্যে দিয়েই যেন মেয়েরা অজান্তেই সংসারের দায়িত্বটা কাঁধে নিয়ে ফেলে। খেলার ছলেই যেন বাস্তব জীবনের সঙ্গে আষ্টপিষ্ঠে জড়িয়ে পরে। প্রতীমের 'রান্নাবাটি' ঋত্বিক-সোহিনীর সম্পর্কের কোন গল্প বলবে সেটা তো সময়ের অপেক্ষা। পরিচালকের কথায়, এই ছবিতে সোহিনী সরাসরি ঋত্বিকের বিপরীতে অভিনয় করছেন না। এখানেই তো কাহানি মে ট্যুইস্ট। 

Ritwick Chakraborty Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Film Sohini Sarkar Bengali Film Industry Anirban Chakrabarty
Advertisment