Preity Zinta : সুনামির জলে ডুবে প্রীতি জিন্টা, তারমধ্যে সইফের মেসেজ দেখেই গা রিরি করে উঠেছিল তাঁর...কেন?

Saif Ali Khan: কী এমন বলেছিলেন তিনি প্রীতিকে, যে বিরাট রেগেছিলেন অভিনেত্রী?

Saif Ali Khan: কী এমন বলেছিলেন তিনি প্রীতিকে, যে বিরাট রেগেছিলেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
saif ali khan, preity zinta, bollywood

Preity Zinta-

একসময় বলিপাড়ায় তাঁর অবাধ যাতায়াত ছিল। সেইসময় একের পর এক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রীতি জিন্টা ( Preity Zinta ) একসময় যশ চোপড়া ( Yash Chopra ) থেকে করণ জোহর ( Karan Johar ) সকলের সঙ্গেই কাজ করেছেন। তবে...

Advertisment

এখন, তিনি নিজের সংসার সাজিয়েছেন বিদেশে। দুই সন্তানের মা। কিন্তু, অভিনেত্রী একসময় তাঁর প্রিয় সহ অভিনেতার কারণেই বেজায় রেগেছিলেন! কিন্তু কেন? একাধারে কাজ করেছেন শাহরুখ থেকে সইফ আলী এমনকি হৃতিকের সঙ্গেও। তবে, সইফ আলির সঙ্গে স্মৃতির থেকেও বেশি বিস্মৃতি! কেন?

করণ জোহরের সামনেই সেকথা বলেছিলেন প্রীতি। প্রকাশ্যে জানিয়েছিলেন ঠিক কী কারণে সইফকে সহ্য করতে পারেন না তিনি। অভিনেত্রী বলেন, বিপদে পড়লে আর যাই হোক সইফকে ফোন করব না। আমার মনে আছে, তখন আমি শুটিংয়ের ফাঁকে। সুনামির জলে ডুবে আছি। আর ও আমায় মেসেজ করেছে। যে, কিরে করিনা, কেমন লাগছে? কেমন অনুভব করছিস। আমি অবাক! ও কিন্তু জানত আমি এখানে আছি। তাও...

Advertisment

আরও পড়ুন - Dhanush: তিরুপতি মন্দিরে ধনুশের শুটিং, বিশৃঙ্খলা- জোরালো বিপদ, অভিযোগ দায়ের পুলিশের কাছে…

উল্লেখ্য, একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন তারা। তাঁর মধ্যে কল হো না হো এক উল্লেখযোগ্য ছবি। এই ছবির মধ্যে দিয়েই তাঁদের জুটি বেশ নজরে এসেছিল। সেই ছবি শাহরুখ ছিলেন এক গুরুত্বপূর্ন ভূমিকায়। আর, অন্যদিকে বিয়ের পর থেকে তিনি সিনেমা করা ছেড়ে দিয়েছেন। ক্রিকেট দল, বিদেশের মাটিতে ফার্মিং - এসব নিয়েই দিব্যি আছেন।

bollywood tollywood saif ali khan Entertainment News Preity Zinta