Prity Biswas Baby Girl: ২০২৪-এর ১৪ অগাস্ট মা হয়েছেন বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী প্রীতি বিশ্বাস। একরত্তি মেয়েকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন। ছোট্ট সোনাকে নিয়ে প্রতিনিয়ত মিষ্টি রিল বানাচ্ছেন প্রীতি। মধ্যরাতে ঘুম থেকে উঠে মেয়েকে কোলে নিয়ে বসে থাকা পাখা দিয়ে রাহুলের হাওয়া করা, তারপর টিভিতে কার্টুন চালিয়ে মেয়েকে শান্ত করার যে পুরো পদ্ধতি, সেই মিষ্টি মুহূর্তটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। কয়েকদিন আগে প্যারাম্বুলেটর বসিয়ে মেয়েকে নিয়ে পুলের ধারে ঘোরার একটি রিলও বানিয়েছেন প্রীতি।
মাতৃত্বের এই মুহূর্তগুলো একেবারে চেটেপুটে উপভোগ করছেন। কিন্তু, মেয়েকে কী ভাবে মানুষ করবেন সেই নিয়ে নাজেহাল নিউলি মাম্মি প্রীতি বিশ্বাস! সোমবার সকালে চোখে-মুখে চিন্তার ছাপ নিয়ে প্রীতি বলছেন, তিনি তো বিশ্বাসই করতে পারছেন না যে মা হয়ে গিয়েছেন। চোখ গোল গোল করে বলছেন, ছোট্ট সোনার দায়িত্ব আমার কাঁধে! ও আমার ভরসায় এই দুনিয়ায় এসেছে, কিন্তু, আমি তো নিজেকেই ভরসা করতে পারিনা। সারাজীবন জাঙ্ক ফুড খাওয়া মানুষটা আজ তাঁর মেয়েকে ফল খেতে বাধ্য করবে! এই সব ভেবে যেন রাতের ঘুম উড়েছে প্রীতির।
একা একা আর কী বিড়বিড় করলেন মেয়ের মা? প্রীতি তো একটা বিষয় ভেবে আরও বেশি চিন্তিত হয়ে পড়ছেন যে, নিজেই সঠিক আচরণ করতে জানেন না মেয়েকে কী শেখাবেন! স্কুলে পাঠানোর জন্য রোজ সকালে উঠতে হবে ভেবে এখন থেকেই যেন কান্না পাচ্ছে প্রীতির! মেয়ে হয়েও প্রীতি কোনও ভাল হেয়ারস্টাইল করতে পারেন না। এদিকে কন্যা সন্তান যখন সুন্দর করে চুল তো বেঁধে দিতেই হবে।
তাই ভাবছেন বয় কাট করে দেবেন। তাহলে আর বিনুনি বাঁধার ঝামেলাই থাকবে না। এত কিছু ভাবার পর সব শেষে একজন মা হিসেবে প্রীতি চিন্তা, বাচ্চা তাহলে তাঁর থেকে কী শিখবে? মা হওয়ার পর আপাতত কাজ থেকে দূরে রয়েছেন। প্রেগন্যান্সির সময় থেকেই সেভাবে আর শ্যুটিং করেননি প্রীতি। মেয়েকে নিয়েই ব্যস্ত রয়েছেন। পরিবারিক সময় কাটাচ্ছেন। মেয়েকে আদর করে 'কিটি' বলে ডাকেন প্রীতি। ছোট্ট সোনাকে নিয়ে একরাশ স্বপ্ন অভিনেত্রীর চোখে। মেয়ে অন্ত প্রাণ রাহুলও কাজের পর কোয়ালিটি সময় কাটান।