/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/lead-54.jpg)
ছবি: প্রিয়া প্রকাশ ভারিয়ারের ছবি তাঁর ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Priya Prakash Varrier Video: চোখ মেরে যিনি বিখ্যাত হয়েছিলেন রাতারাতি, তাঁর যদি একটি চুমুর ভিডিও এসে পড়ে ওয়েবে, তবে কি তা ভাইরাল না হয়ে যায়। মালয়লম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার আবারও শিরোনামে। এবারও তাঁর একটি ভিডিও ট্রেন্ডিং যেখানে দেখা গিয়েছে যে তিনি চুমু খেতে চাইছেন এক বন্ধুকে।
ভিডিওটি প্রিয়া নিজেই শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে। তাঁর সঙ্গে ওই ভিডিওতে রয়েছেন সিনু সিদ্ধার্থ। ভিডিওটি শেয়ার করে প্রিয়া আবার লিখেছেন, আমার প্রিয় সিনু সিদ্ধার্থের সঙ্গে। এই ভিডিওটি দেখে নিঃসন্দেহে দুঃখ পাবেন প্রিয়ার গুণমুগ্ধ তরুণেরা।
View this post on InstagramTb to this “ithenthinte kunjade?” moment with my fav @sinu_sidharth
A post shared by Priya Prakash Varrier???? (@priya.p.varrier) on
আসলে ব্যাপারটা কিছুই নয়। ওটি একটি প্র্যাংক ভিডিও। সেখানে দেখা গিয়েছে প্রিয়া চুমু খেতে চাইছেন সঙ্গীকে। আর শেষমেশ তাঁর সঙ্গী চুমু না খেয়ে প্রিয়াকে সাইড করে মুখটি বাড়িয়ে দিচ্ছেন বোতলের জলের দিকে। সিনু সিদ্ধার্থ একজন সিনেম্যাটোগ্রাফার ও প্রিয়ার বন্ধু। নিছকই মজা করে ভিডিওটি শুট করেছেন দুই বন্ধু। টিপিক্যাল ইনস্টাগ্রাম প্র্যাংক ভিডিও বলা যায়।
আরও পড়ুন: ‘চোখ মেরে’ বিখ্যাত প্রিয়ার ঝুলিতে এখন দু’টি বলিউড ছবি
কিন্তু এখানে একটা মজার ব্যাপার লক্ষণীয়। প্রিয়ার পরনে রয়েছে তাঁর 'ওরু আদার লাভ'-এর কস্টিউম। প্রিয়ার ওই পোশাকটি ভোলার নয়। অন্তত নেটিজেনরা তো কখনও ভুলতে পারবেন না। প্রথমত চোখ মারার ভিডিওটি গড়ে প্রত্যেকেই নিদেনপক্ষে পাঁচবার তো দেখেছেনই। তার পরে ওই ছবি যে কত প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে তার ইয়ত্তা নেই।
সোশাল মিডিয়াতেও প্রিয়ার ছবি স্টেটাসে শেয়ার হয়েছে মুহুর্মুহু। রাতারাতি যে কত লোক প্রেমে পড়েছেন তারও ঠিক ঠিকানা নেই। তবে এই ভিডিওতে প্রিয়া আবারও কেন পুরনো কস্টিউমটি পরলেন তা ঠিক বোঝা যাচ্ছে না। বিষয়টা কাকতালীয় বোধহয় নয়। প্রিয়া আপাতত ব্যস্ত রয়েছেন তাঁর বলিউড ছবি নিয়ে। আরবাজ খানের সঙ্গে অভিনয় করছেন 'শ্রীদেবী বাংলো' ছবিতে।
তবে প্র্যাংক ভিডিও দেখে বেশ অনেকেরই মাথায় প্রশ্নটা খেলছে। সিনু সিদ্ধার্থ কি প্রিয়ার খুব ভাল বন্ধু?