scorecardresearch

পিছন থেকে ‘ছুঁরি মারেন’ করণ জোহর! বর নিকের সঙ্গে ফিসফিসিয়ে তাঁকেই আলিঙ্গন প্রিয়াঙ্কার

“করণ জোহরের জন্য বলিউড থেকে বিতাড়িত প্রিয়াঙ্কা…!”

priyanka chopra karan johar, Karan Johar, Priyanka Chopra, Nick Jonas, Ranveer singh, Deepika apdukone, priyanka chopra bullied, priyanka chopra bollywood, NMACC, প্রিয়াঙ্কা চোপড়া, করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া করণ জোহর, নিক প্রিয়াঙ্কা, রণবীর দীপিকা, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, বলিউডের খবর
করণ জোহরের সহ্গে নিক-প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়ার বলিউড ছাড়ার নেপথ্যে করণ জোহরকেই অনেকে ষড়যন্ত্রকারী হিসেবে ভাবেন। সম্প্রতি কঙ্গনা রানাউতও ফলাও করে সেই বিস্ফোরক দাবি করে বসেছেন। বছর খানেক আগে, প্রিয়াঙ্কার এক বন্ধুও এই বিষয়ে মুখ খুলেছিলেন। আর যার জন্য কিনা পাততাড়ি গুটিয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়তে হল, সেই করণ জোহরকেই এবার হাসিমুখে আলিঙ্গন করলেন প্রিয়াঙ্কা চোপড়া! অতীতের মান-অভিমান কি তাহলে মিটে গেল?

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে নিজমুখে বিটাউনের তাবড় তারকাদের তাঁকে কোণঠাসা করে দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে কারও নাম নেননি। কিন্তু শাহরুখ খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার জেরেই নাকি গৌরী খান ও তাঁর বন্ধু করণ জোহর পরিকল্পনা করে প্রিয়াঙ্কাকে বলিউডে কোণঠাসা করে দেন। কাজ পাচ্ছিলেন না অভিনেত্রী। যার জেরে একপ্রকার বাধ্য হয়েই মার্কিন মুলুকে পাড়ি দিতে হয় তাঁকে। তবে ট্যালেন্ট দমে থাকেনি। সেখানেও দেশি গার্ল কাঁপিয়ে দিচ্ছেন। এবার সেই করণ জোহরকেই জড়িয়ে ধরে কুশল-মঙ্গল বিনিময় করলেন প্রিয়াঙ্কা। যা দেখে তাজ্জব অনুরাগীরা।

শুক্রবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী নিক জোনাসকে নিয়ে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। উপস্থিত ছিলেন শাহরুখ খান, গৌরী খান ও তাঁদের দুই সন্তান আরিয়ান, সুহানাও। দেখা যায় সলমন খান, রণবীর-দীপিকা থেকে করণ জোহরকেও। গোটা বলিউডই প্রায় উপস্থিত। সেই হাইপ্রোফাইল পার্টিতেই করণকে হাসিমুখে জড়িয়ে ধরে কথা বলতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। নিক জোনাসও পরিচালক-প্রযোজককে আলিঙ্গন করেন। তবে ভাইরাল ভিডিওতে দেখা যায়, করণ নিজে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে আসতেই স্বামী নিকের কানে ফিসফিস করে কী যেন বলেন দেশি গার্ল। এরপরই করণ জোহরের সঙ্গে মিষ্টিমুখে কথা বলেন তাঁরা। আর সেই ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল।

[আরও পড়ুন: বসন্তের মালদ্বীপে প্রেমসাগরে ডুব দেব-রুক্মিণীর, প্রথমবার জুটিতে ছবি দিলেন, বিয়ে করছেন?]

উল্লেখ্য, বলিউডি ছবিতে প্রিয়াঙ্কার অনুপস্থিতি যেভাবে অনুরাগীদের ভাবিয়ে তুলেছিল, সম্প্রতি সে বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী। তবে কারও নাম না নিয়েই আসল কারণটা ফাঁস করেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, “বলিউড আমাকে কোণঠাসা করে দিয়েছিল। কেউ ছবিতে কাস্ট করছিলেন না। এমনকী ইন্ডাস্ট্রির কয়েকজনের সঙ্গেও সম্পর্কে ভাঁটা পড়ে। বলিউডের রাজনীতির শিকার হয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব হয়নি। শেষমেশ ম্যানেজার অ্জুলা আচার্যর জন্যই এই কঠিন পরিস্থিতি থেকে বেরতে পারি।” সেই সাক্ষাৎকারের অংশ তুলেই সোজা করণ জোহরকে তুলোধনা করেন কঙ্গনা রানাউত।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Priyanka chopra and karan johar hug each other at nmacc event after priyanka whispers in husband nick jonas ear