Advertisment

গাঁটছড়া বাঁধলেন প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস

অবশেষে চার হাত এক হল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। যোধপুরের উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান রীতি মেনে বিয়ে সারলেন দেশি গার্ল।

author-image
IE Bangla Web Desk
New Update
priyanka chopra, প্রিয়াঙ্কা চোপড়া

বিয়ে সারলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি: ইনস্টাগ্রাম।

প্রিয়াঙ্কা-নিকের হাত ধরে আবারও সানাই বাজল বলিপাড়ায়। প্রতীক্ষার অবসান! অবশেষে চার হাত এক হল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। যোধপুরের উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান রীতি মেনে বিয়ে সারলেন দেশি গার্ল, পিপিল.কম সূত্রে এমনই খবর। খ্রিস্টান রীতির পাশাপাশি হিন্দু মতেও বিয়ের আসরে বসবেন প্রিয়াঙ্কা-নিক। রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই প্রিয়াঙ্কার বিয়ে ঘিরে এই মুহূর্তে সরগরম বি-টাউন।

Advertisment

গত শুক্রবার থেকেই বিয়ের বিভিন্ন রীতি শুরু হয়েছে। সন্ধেয় জমজমাট সংগীত সেরোমনির আসর বসেছিল সেদিন। সূত্র মারফৎ জানা গিয়েছে, গোলাপী রঙের লেহেঙ্গায় সংগীতের আসর মাতিয়েছিলেন পিগি চপস। অন্যদিকে, হবু বউয়ের সঙ্গে পা মিলিয়েছিলেন মার্কিন পপ তারকা নিক জোনাসও। প্রিয়াঙ্কা-নিকের সংগীত উপলক্ষে সেদিন রাতে আতসবাজির রোশনাইয়ে সেজেছিল উমেদ ভবন প্যালেস।

View this post on Instagram

Here's a pick of our favourite celebs who've gone the distance to find their happily ever after – despite the crazy schedules, jet lag and paparazzi. These lovebirds just have a few days to go before the much-awaited big fat Indian wedding in Jodhpur. This smitten desi girl says, "This is such a wonderful new step in my life and I’m still getting used to it because it’s obviously been a whirlwind and I haven’t seen myself happier.” #jodhpur #umaidbhavan #incredibleindia #palace #royals #peecee #priyankachopra #nickjonas #bollywood #glamour #love #destinationwedding #starstruck #hitched #TeamBride #indianwedding #indianbride #weddingplanning #nickyanka #bride #missworld #desigirl #longdistancerelationship #bollywood #sirfcoffee #celebrity

A post shared by Sirf Coffee (@sirf_coffee) on

আরও পড়ুন, সাত পাকে বাঁধা পড়লেন রণবীর-দীপিকা

প্রিয়াঙ্কা-নিকের বিয়ে উপলক্ষে যোধপুরে কার্যত যেন চাঁদের হাট। মুকেশ অম্বানি, নীতা অম্বানীদের পাশাপাশি হাজির ছিলেন সন্দীপ খোসলা, অর্পিতা খান, গণেশ হেগড়ে. টিভি স্টার জেসমিন ওয়ালিয়া, হলিউড অভিনেতা এলিজাবেথ চেম্বারসের মতো সেলিব্রিটিরা। বিয়ের আগে ক’দিন আগে মা মধু চোপড়ার বাড়িতে বিশেষ পুজোয় বসেছিলেন প্রিয়াঙ্কা ও নিক।

Read the full story in English

bollywood priyanka chopra Nick Jonas
Advertisment