/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/pc2.jpg)
দেশে দেশি গার্ল
দেশের মেয়ে দেশে ফিরছেন, এ কম আনন্দের কথা। তবে শুধু একা নন, তাঁর সঙ্গে আসছেন খুদে সদস্যও।
তিনবছর পার। বিয়ের পর থেকে সেইভাবে আসা হয়নি। একেবারে মেয়ে মালতী মেরিকে নিয়ে দেশে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া ( Priyanka Chopra )। সেই সুখবর নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, অবশেষে বাড়ি যাচ্ছি। প্রায় তিন বছর পর। বাড়ির নামেই আবেগপ্রবণ প্রিয়াঙ্কা। শেয়ার করলেন নিজের বোর্ডিং পাস।
আরও পড়ুন < ক্যানসারে আক্রান্ত বোন, চিকিৎসার জন্য অনুরাগীদের কাছে ‘হাত পাতলেন’ RJ সায়ন >
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/image-15.png)
এইপ্রথম কন্যাকে নিয়েই দেশে আসছেন তিনি। সুতরাং তারও এই প্রথমবার মায়ের বাড়ি আসা। প্যান্ডেমিকের কারণে সেইভাবে দেশে আসা হয়নি। আজ পৃথিবী অনেকটাই সুস্থ। তাই এই সুযোগ হাতছারা করতে নারাজ দেশি গার্ল। দেশের বাইরে থাকলেও, খাবার দাবারের খোঁজে মাঝেমধ্যেই এদিক ওদিক যেতেন। কেবাব থেকে ফুচকা বেজায় উপভোগ করেছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মেয়ে-স্বামীকে নিয়ে দিপাবলীর অনুষ্ঠান পালন করেছেন প্রিয়াঙ্কা। আইভরি পোশাকে নজর কেড়েছিলেন তিনজনেই। আর এবার এতবছর পর দেশে আসছেন। বলাই বাহুল্য আনন্দে আত্মহারা প্রিয়াঙ্কা।