Advertisment

জন্মদিনের রাতেই এগজেন্টমেন্ট পর্ব সেরেছেন পিগি চপস?

Priyanka Chopra Engaged: সম্প্রতি নিউ ইয়র্কের একটি দোকানে আংটি কিনতে যান নিক জোনাস। এরপরই পিগির সঙ্গে বিদেশে পাড়ি দেন মার্কিন পপ তারকা।

author-image
IE Bangla Web Desk
New Update
priyanka-chopra-759-vc-ie

Nick Jonas and Priyanka Chopra Engaged: অবশেষে নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া এনগেজড

Nick Jonas and Priyanka Chopra Engaged: মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে পিগি চপসের  সম্পর্ক বেশ কিছুদিনই বারবার শিরaনামে উঠে এসেছে। তবে এবার কানাঘুষোর অবসান ঘটেছে বলেই শোনা যাচ্ছে। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রিয়াঙ্কার জন্মদিনেই বাগদান পর্ব সেরে ফেলেছেন তাঁরা। শুধু তাই নয়, চলতি বছরই নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা বিয়েটাও সেরে ফেলবেন বলে জানা যাচ্ছে। লন্ডনে বসেই প্রায় গাঁটছড়া বেঁধে ফেলেছেন তাঁরা। সূত্রের খবর, সম্প্রতি নিউ ইয়র্কের একটি দোকানে আংটি কিনতে যান নিক জোনাস। এরপরই পিগির সঙ্গে বিদেশে পাড়ি দেন মার্কিন পপ তারকা। বিদেশে বসেই শুভ কাজ সেরে ফেলেন তাঁরা।

Advertisment

আরও পড়ুন: ‘ভারত’-এ নেই প্রিয়াঙ্কা চোপড়া, কারণ নাকি নিক জোনাস

আর এই জল্পনা আরও খানিকটা উসকে দিয়েছে পরিচালক আলি আব্বাস খানের টুইটার পোস্ট। কোনও এক বিশেষ কারণে সলমন খানের বলিউড ভেঞ্চার 'ভারত,' থেকে সরে দাঁড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। খবরটা টুইটারে শেয়ার করেছেন ছবির পরিচালক আলি আব্বাস জাফর। নিজের পোস্টে পরিষ্কার ”নিক অফ টাইম” কথাটি উল্লেখ করেছেন পরিচালক। আর এখান থেকেই আন্দাজ করা যায় বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়েটা সেরে নিতে পারেন প্রিয়াঙ্কা। আলি জাফরের টুইটও বলছে, ‘ভারতকে’ না বলার কারণটাই ভীষণ গুরুত্বপূর্ণ, আর টিম ‘ভারত’ এই কারণেই দারুণ খুশি পিগিরজন্য।

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

priyanka chopra
Advertisment