scorecardresearch

আর এক মিনিটও না, বোনের আশীর্বাদের পরেই তড়িঘড়ি মায়ের কাছে দৌড়ালেন প্রিয়াঙ্কা! কেন?

রাত হতেই বিদেশে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি?

priyanka chopra, priyanka chopra bollywood, priyanka chopra mothers' day, priyanka chopra news, priyanka chopra news update, প্রিয়াঙ্কা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া খবর, প্রিয়াঙ্কা চোপড়া নিউজ, প্রিয়াঙ্কা চোপড়া বলিউড, প্রিয়াঙ্কা চোপড়া বিনোদন, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর
কাল রাতেই বাড়ি গেলেন প্রিয়াঙ্কা?

মায়ের জন্যই বোনের আশীর্বাদ থেকে তড়িঘড়ি পালিয়েছেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠান শেষ হতে না হতেই এলি পোশাকে রাত্রিবেলা ফ্লাইট ধরে সোজা ব্রিটেন! কিন্তু কেন?

একেই আজ মাতৃদিবস, মায়েদের সঙ্গে ছবি পোস্ট করছেন তারকারা। কিন্তু প্রিয়াঙ্কা, সে তো সবসময়ই মায়ের ভক্ত। বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের সঙ্গেই তাঁর ভাব। তাই তো, বোন পরিণীতির আশীর্বাদ শেষ করেই দৌড় দিলেন মায়ের কাছে। লন্ডনের বাড়িতে পা রাখলেন সকাল হতেই। কিন্তু একি!

আরও পড়ুন [ অপেক্ষার অবসান, ১৩ বছর পর ‘ডন’ হিসেবে পর্দায় ফিরছেন শাহরুখ খান ]

কোথায় প্রিয়াঙ্কা মাকে কোনও উপহার দেবেন, না মা মধু চোপড়া মেয়ের জন্য এত্ত কাজ করছেন। প্রিয়াঙ্কার স্টেটাস অন্তত সেই কথাই বলছে। সকাল সকাল খাবার বানাচ্ছেন অভিনেত্রীর মা। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেই তিনি লিখলেন, “এইদিনে বাড়িতে থাকার চেয়ে আনন্দ আর কিছু আছে? এটাই বড় উপহার। বলাই বাহুল্য মা নিজেই ক্লান্ত মেয়ের জন্য খাবার তৈরি করছেন”।

priyanka chopra, priyanka chopra bollywood, priyanka chopra mothers' day, priyanka chopra news, priyanka chopra news update, প্রিয়াঙ্কা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া খবর, প্রিয়াঙ্কা চোপড়া নিউজ, প্রিয়াঙ্কা চোপড়া বলিউড, প্রিয়াঙ্কা চোপড়া বিনোদন, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর

গতকাল, দিল্লিতে পৌঁছনোর পরেই বেশিরভাগের প্রশ্ন ছিল, নিক এবং মেয়ে কই? প্রিয়াঙ্কা জানিয়েছিলেন বিয়েতে আসবেন সকলেই। দিদি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এদিকে, মেয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে সবসময় খুব গর্বিত মা মধুও। তিনিও এক সাক্ষাৎকারে জানান, ওদের স্বপ্নে হাওয়া দিন, নয়তো ওরা নিভে যাবে। আবার ঠিক ভুল টাও সেখান নয়তো খুব বিপদ।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Priyanka chopra got a very special gift from her mother