scorecardresearch

অপেক্ষার অবসান, ১৩ বছর পর ‘ডন’ হিসেবে পর্দায় ফিরছেন শাহরুখ খান

ডন-৩ এর কাজ শুরু হবে শীঘ্রই

Don 3, Shah Rukh Khan, Priyanka Chopra, Shah Rukh Khan don 3, Shah Rukh Khan bollywood, Shah Rukh Khan news, Shah Rukh Khan bollywood update, শাহরুখ খান, ডন ৩, শাহরুখ খান খবর, শাহরুখ ফিরছেন ডন ৩,
শাহরুখ ফিরছেন ডন ৩-তে

অপেক্ষার অবসান, আবারও সেই চেনা মিউজিক সেনা চেনা মানুষ। ডন হিসেবে আবারও একবার সিনেপর্দায় দেখা যেতে চলেছে শাহরুখকে। ‘ডন ৩’ নিয়ে সবসময়ই শাহরুখ অনুরাগীদের মনে প্রশ্নের ছড়াছড়ি।

প্রযোজক রিতেশ জানিয়েছেন, ফারহান প্রায় শেষ করে ফেলেছেন স্ক্রিপ্ট লেখা। এবারও শাহরুখই থাকছেন প্রধান চরিত্রে। যদিও, দর্শকরা তিন নম্বর পার্ট – এ সবসময়ই অমিতাভ এবং শাহরুখকে একসঙ্গে দেখতে চেয়েছেন। সেটি আদৌ সম্ভব হবে কিনা এই প্রসঙ্গে আজও অনেককিছু অজানা।

আরও পড়ুন [ ‘আমাদের ছবি শেষ হতে চলল মা…’, মাতৃদিবসে মা শ্রীদেবীর জন্য কেঁদে আকুল জাহ্নবী ]

শুধু স্ক্রিপ্ট লেখা শেষ হলেই, বাকিটা ভেবে চিন্তে শুরু করা যাবে। রিতেশের কথায়, “ফারহান এখনও স্ক্রিপ্ট লিখতে ব্যস্ত। আমরা সকলেই খুব উদগ্রীব ডন হিসেবে শাহরুখকে দেখার জন্য। ছবির প্লট প্রসঙ্গে জানি না, তবে আশা করছি দারুণ কিছু হবে”। ২০০৬ সালে শাহরুখকে নিয়েই রিমেক বানান এক্সেল প্রোডাকশন। আবার ২০১১ সালে এই সিকুয়াল তৈরি হয়। সেই থেকেই আবারও তিন নম্বর পার্ট এর অপেক্ষায় সকলে।

উল্লেখ্য, শাহরুখ বর্তমানে ব্যস্ত তাঁর নিজের ছবির কাজে। অর্থাৎ, ‘জওয়ান’ নিয়ে খুব উন্মাদনা তাঁর ভক্তদের। তারপর রাজু হিরানির ‘ডানকী’ ছবি নিয়েও ব্যস্ততা রয়েছে চূড়ান্ত। YRF স্পাই থ্রিলারেও তাঁকে দেখা যাবে এখন মাঝেমধ্যেই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Shahrukh in don 3 confirmed by producer