পশ্চিমী দেশে 'দেশি গার্ল' এখন সুপারহিট! একের পর এক সাফল্যের পালক জুড়ে চলেছে তাঁর মুকুটে। হলিউডি সিনেমা তো বটেই পাশাপাশি সিরিজ এবং আন্তর্জাতিক খ্যাতনামা ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত হিসেবেও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) এখন রীতিমতো বাজার কাঁপাচ্ছেন। ইনস্টাগ্রামের একেকটা প্রোমোশনাল ভিডিওতে অভিনেত্রীর আয় জানলে চমকে উঠবেন! যিনি কিনা ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবে পিছনে ফেলে দিয়েছেন এমা ওয়াটসন, উইল স্মিথ, ডেভিড ব্যাকহ্যামদের মতো তাবড় তারকাদেরও।
সম্প্রতি এক সমীক্ষায় প্রকাশ্যে আসা তালিকায় প্রিয়াঙ্কার আয় দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য অনুরাগীদেরও। সেই তথ্য অনুযায়ী দেশি গার্ল ইনস্টাগ্রামের একেকটা প্রচারমূলক ভিডিও থেকে আয় করেন ৪০৩,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যার হিসেব ৩ কোটি টাকা। সেই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন ২৭ নম্বরে। যিনি কিনা গত বছর ছিলেন ১৯ নম্বরে। সেই হিসেবে দেখতে গেলে, অভিনেত্রীর রেটিং কিছুটা কমেছে বটে, কিন্তু আয়ের হিসেবে তাক লাগিয়ে দিয়েছেন হলিউডের বড় তারকাদেরও।
<আরও পড়ুন: ‘ফালতু মেয়ে, শরীর বিক্রি করে…!’, কদর্য আক্রমণ, পুলিশের দ্বারস্থ ‘নোয়া’ শ্রুতি দাস>
প্রসঙ্গত, বিরাট কোহলি (Virat Kohli) অবশ্য সংশ্লিষ্ট তালিকায় প্রিয়াঙ্কাকেও ছাড়িয়ে গিয়েছেন। গত বছর তিনি ছিলেন ২৩ নম্বরে, তবে এবার এগিয়ে প্রথম ২০ জনের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। বিরাটের একেকটা পোস্টের আয় প্রিয়াঙ্কার থেকেও ২ কোটি টাকা বেশি। ভারতীয় ক্রিকেট অধিনায়ক পোস্ট-পিছু আয় করেন ৫ কোটি টাকা। উল্লেখ্য, ইনস্টাগ্রাম (Instagram) থেকে আয়ের নীরিখে বিশ্বে চতুর্থ স্থানাধিকারী ফুটবলার রোনাল্ডো। যাঁর প্রতি পোস্টের দাম ১১ কোটি টাকারও বেশি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন