Advertisment
Presenting Partner
Desktop GIF

ইতালিতে একসঙ্গে সময় কাটালেন প্রিয়াঙ্কা-নিক-সোনম-আনন্দ

ছবিতে দেখা মিলল ইতালিতে গিয়ে একসঙ্গে আড্ডায় মেতেছেন সোনম কাপুর, আনন্দ আহুজা, নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার এই ছবিগুলোই ভাইরাল সোশাল মিডিয়ায়। পুলসাইডে আরাম করছেন এই জুটিরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইশা আম্বানির এনগেজমেন্টে দিয়ে একসঙ্গে আড্ডা দিলেন বলি তারকারা।

ভারতে নিজের পরের ছবি দ্য স্কাই ইজ পিঙ্কের শুটিং শুরু করতে আসার আগে ইতালিতে নিক জোনাসের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। আর তাঁদেরকে সঙ্গ দিচ্ছেন বলিউডের সদ্য বিবাহিত দম্পতি সোনম কাপুর ও আনন্দ আহুজা। মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির এনগেজমেন্টের পার্টি ও আরমানি ফ্যাশন শোয়ের জন্য ইতালিতে হাজির হয়েছে বলিউড। আর সেখানেই দেখা গেল এই দৃশ্য। সোমবার এই ছবিগুলোই ভাইরাল সোশাল মিডিয়ায়। পুলসাইডে আরাম করছেন এই দুই জুটি।

Advertisment

তবে শুধু এই দুই জুটি নয়, প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়াও হাজির ছিলেন সেখানে। ইতালির লেক কোমোতে ইশা আম্বানির বাগদানের অনুষ্ঠানে আমন্ত্রিত সিদ্ধার্থও। শুক্রবার মনীশ মলহোত্রার ডিজাইন করা শাড়িতে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছিল ইশা আম্বানির বাগদানের অনুষ্ঠানে। পিগি চপসকে সঙ্গ দিতে নিক জোনাসও হাজির ছিলেন ভারতীয় ট্র্যাডিশনাল পোশাকে। প্রচুর ডিটেলিংয়ের সঙ্গে মনীশ মলহোত্রার ডিজাইন করা কালো শেরওয়ানি পরেছিলেন নিক। মনীশ মলহোত্রা নিজে সেই ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে।

publive-image পুলসাইডে আড্ডা দিতে ব্যস্ত প্রিয়াঙ্কা-নিক। পাশে দেখা যাচ্ছে সোনমকেও।

Priyanka Chopra and Nick Jonas spent some time with Sonam Kapoor and Anand Ahuja in Italy. ইতালিতে একসঙ্গে সময় কাটাচ্ছেন বি-টাউনের জুটিরা।

Priyanka Chopra is all smiles as she spends time with Nick Jonas in Italy. নিজের পরের ছবি দ্য স্কাই ইজ পিঙ্কের শুটিং শুরু করতে আসার আগে ইতালিতে নিক জোনাসের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা

onam Kapoor spent some quality time with husband Anand Ahuja and friend Priyanka Chopra in Italy. আনন্দ আহুজা ও প্রিয়াঙ্কা-নিকের সঙ্গে মজা করছেন ফ্যাশানিয়েস্তা।

Priyanka Chopra’s brother Sidharth Chopra was also in Italy. পিগি চপসের ভাই সিদ্ধার্থের সঙ্গে প্রিয়াঙ্কা ও নিক।

publive-image সোনম কাপুর ও নিক জোনাস- আড্ডার সঙ্গে চলছে খাওয়া দাওয়াও।

and Ahuja snapped with Priyanka Chopra and Nick Jonas. আনন্দ আহুজার সঙ্গে কথা বলছেন নিক জোনাস।

সোনম কাপুরও হাজির হয়েছেন বাগদানের পার্টিতে। নীরজা অভিনেত্রী আনন্দের সঙ্গে একই বোটে বসে ছবিও শেয়ার করেছিলেন সোশালে। অনিল কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুরও ছিলেন অতিথি তালিকায়। পার্টির পর এই জুটি আম্বানিদের মিলানের ফ্যাশন শোতেও যান। নিজের ফ্যাশনিস্তা লুকে বাজিমাত করেন সোনম-আনন্দ।

আরও পড়ুন, ইশা আম্বানির বাগদানের অনুষ্ঠানে যেন তারকাদের হাট ইতালিতে

আর কাজের কথা বলতে গেলে সামনেই প্রিয়াঙ্কা শুট করতে চলেছেন পরিচালক সোনালী বোসের সঙ্গে 'দ্য স্কাই ইজ দ্য পিঙ্ক' ছবি। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন ফারহান আখতার ও জাইরা ওয়াসিম। ওদিকে সোনম কাপুর অপেক্ষা করছেন এক 'লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' ছবির জন্য। যেখানে তিনি প্রথমবার অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তাছাড়া দ্য জোয়া ফ্যাক্টর নামে একটি নতুন ফ্যাশন লাইনও শুরু করতে চলেছেন তিনি।

anand ahuja priyanka chopra sonam kapoor Nick Jonas
Advertisment