scorecardresearch

দিওয়ালিতে রং মিলান্তি পোশাকে নিক-প্রিয়াঙ্কা, মায়ের কোলে বসে পুজো খুদে মেয়েরও, দেখুন

মার্কিন মুলুকেও জমজমাট ‘দেশি গার্লের’ দিওয়ালি।

Priyanka Chopra, Nick Jonas, Nick Priyanka, Nick Priyanka daughter, Nick Priyanka Diwali, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, নিক প্রিয়াঙ্কা, নিক প্রিয়াঙ্কা দিওয়ালি পার্টি, বলিউড তারকাদের দিওয়ালি, Indian express Entertainment news
মার্কিন মুলুকে নিক-প্রিয়াঙ্কার দিওয়ালি সেলিব্রেশন

মেয়ে মালতী মেরি জোনাসের প্রথম দিওয়ালি। অতঃপর এবছর নিক-প্রিয়াঙ্কার আয়োজন যে খানিক অন্যরকম হবে, তা বলাই বাহুল্য। মার্কিন মুলুকের বাড়িতেই জমিয়ে দিওয়ালি পার্টি করলেন তারকাদম্পতি। দেশি খানা-পিনা এবং অতিথি সমাগমে ভরপুর।

রং মিলান্তি পোশাকে সেজেছিলেন নিক-প্রিয়াঙ্কা। খুদে মালতীকেও দেখা গেল মা-বাবর মতো একই রঙের পোশাকে সাজতে। মাথায় ছোট্ট হেয়ার ব্যান্ড, কপালে ছোট্ট টিপ, হাতে চুরি.. বেজায় মিষ্টি দেখাচ্ছিল প্রিয়াঙ্কা-কন্যাকে। তবে মেয়ের পুরো মুখ এখনও প্রকাশ্যে আনেননি জোনাস দম্পতি। খুদের মুখের ওপর দেখা গেল লাভ ইমোজি।

বুধবার নিজের ইনস্টাগ্রামে দিওয়ালি সেলিব্রেশনের ছবি শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই দেখা গেল, মেয়ে মালতীকে কোলে নিয়ে মা প্রিয়াঙ্কা বসেছেন পুজোয়। পাশেই খুদের ছোট্ট হাত ধরে রয়েছেন বাবা নিক। কখনও বা আবার মালতীকে দেখা গেল দিদা মধু চোপড়ার কোলে। সকলেই হালকা বেইজ রঙের পোশাকে সেজেছিলেন।

[আরও পড়ুন: জোড়া লাগল রাহুল-প্রিয়াঙ্কার ভাঙা সংসার? মুখ খুললেন অভিনেতা]

প্রসঙ্গত, মার্কিন মুলুকে থাকলেও দেশের সংস্কৃতি, রীতি-নীতি ভুলে যাননি প্রিয়ঙ্কা চোপড়া। সে গণেশ চতুর্থী হোক কিংবা শিবরাত্রি, দোল উৎসব, দিওয়ালি.. সব অনুষ্ঠানই ঘটা করে পালন করেন লস অ্যাঞ্জেলসের বিলাসবহুল বাড়িতে। দিওয়ালি উদযাপনে দেশি গার্ল নিজের গোটা বাংলোটাকেই সাজিয়েছেন ফুলে। খাবারের তালিকায় ধোকলা, বেকড লিট্টির মতো দেশি মেন্যু। খুদে মালতী মেরিও পুজোচলাকালীন মায়ের কোলে বসে দিব্যি দেখল। তবে মা মধু চোপড়া উপস্থিত থাকলেও ভাই সিদ্ধার্থকে না থাকায় মিস করছিলেন অভিনেত্রী।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Priyanka chopra nick jonass diwali celebration with daughter