Advertisment
Presenting Partner
Desktop GIF

'মিমি' দিদির সঙ্গে কি ছবি করবেন পরিণীতি?

Parineeti Chopra, Priyanka Chopra: বাস্তবের সম্পর্কগুলো যদি পর্দাতেও দেখা যায়, তবে সেটা তারকাদের পক্ষে যেমন ভাল, দর্শকের পক্ষেও তাই। তেমনই এক সম্ভাবনার কথা শোনা যাচ্ছে পরিণীতি চোপড়াকে নিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Priyanka Chopra Parineeti Chopra Bollywood movie

পরিণীতি চোপড়া। ছবি: ফেসবুক পেজ থেকে

Parineeti Chopra, Priyanka Chopra: বাস্তবের সম্পর্কগুলো যদি পর্দাতেও দেখা যায়, তবে সেটা তারকাদের পক্ষে যেমন ভাল, দর্শকের পক্ষেও তাই। তেমনই এক সম্ভাবনার কথা শোনা যাচ্ছে পরিণীতি চোপড়াকে নিয়ে। পরিণীতি চোপড়া বলিউডে আসার আগে থেকেই পরিচিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন হিসেবে। এই জগতে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করার কোনও পরিকল্পনাই ছিল না তাঁর।

Advertisment

কিন্তু শেষ পর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিলেন। পরিণীতির সাফল্যে খুশি ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। কিন্তু এখনও পর্যন্ত দুই অভিনেত্রীকে একই ছবিতে দেখা যায়নি। বলিউডে কিন্তু ভাইবোনেদের একই ছবিতে দেখা গিয়েছে অনেক ক্ষেত্রেই। সবচেয়ে বড় উদাহরণ হল 'দাবাং'-এ সলমন খান ও আরবাজ খান।

আরও পড়ুন: বিয়ে করলেন পূজা বাত্রা, নবাবই হলেন জীবনসঙ্গী

তেমনই কোনও ছবিতে পরিণীতি ও তাঁর 'মিমি' দিদি অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াকে একসঙ্গে দেখলে মন্দ হয় না। দর্শক এমন একটি ছবি বরং দেখতে চাইবেন। আর পরিণীতি ও প্রিয়াঙ্কাও চান তেমন কোনও ছবি হোক। বেশ কয়েকবার তাঁরা সেই ইচ্ছা প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের কাছে।

Priyanka Chopra Parineeti Chopra Bollywood movie পরিণীতি চোপড়া ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে

মিস মালিনী ডট কম-এর একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, 'জাবাড়িয়া জোড়ি'-র প্রচার করতে গিয়ে পরিণীতি বলেন, ''আমি সম্প্রতিই বলেছি যে যদি কোনও প্রযোজক অথবা পরিচালক কোনও অ্যাকশন ছবির কথা ভাবেন, তবে আমরা সেখানে কাজ করতে ইচ্ছুক। আমরা দু'জনেই একসঙ্গে কাজ করার ব্যাপারে অনেক কিছু আলোচনা করেছি কিন্তু চিত্রনাট্যটা ঠিকঠাক হতে হবে।

আরও পড়ুন: নিক-প্রিয়াঙ্কার জীবনে সন্তান আসতে চলেছে বেশ তাড়াতাড়ি

তেমন ছবি যদি সত্যিই হয়, তবে তো কথাই নেই। প্রিয়াঙ্কা তো ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে সফল অ্যাকশন-অভিনেত্রী। পরিণীতি ও প্রিয়াঙ্কা যদি একসঙ্গে অ্যাকশন ছবি করেন, তবে সেটা ব্লকবাস্টার হতে বাধ্য। আশা করা যায়, কোনও প্রযোজক অথবা পরিচালক এই নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করবেন।

Parineeti Chopra priyanka chopra bollywood movie
Advertisment