Priyanka Chopra: 'তুমি আমাদের হৃদয়ে...', কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া, মুম্বই ফিরছেন দেশিগার্ল?

Priyanka On Mannara Father Death: পরিবারের সদস্যের মৃত্যুর খবরে শোকে পাথর অভিনেত্রী। সুদূর লস অ্যাঞ্জেলস থেকে এখনও দেশে এসে পৌঁছাননি। তবে সোশ্যাল মিডিয়ায় পিশেমশাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

Priyanka On Mannara Father Death: পরিবারের সদস্যের মৃত্যুর খবরে শোকে পাথর অভিনেত্রী। সুদূর লস অ্যাঞ্জেলস থেকে এখনও দেশে এসে পৌঁছাননি। তবে সোশ্যাল মিডিয়ায় পিশেমশাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
শোকার্ত প্রিয়াঙ্কা

শোকার্ত প্রিয়াঙ্কা

Mannara Chopra father Death: বিনোদন জগৎ-এর অন্যতম 'পপুলার ফেস' প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মান্নারা চোপড়া। গত ১৬ জুন না ফেরার দেশে পাড়ি দিয়েছেন দিল্লি উচ্চ আদালতের বিচারক রামন রাই হন্ডা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চোপড়া পরিবারে। কারণ তিনি সম্পর্কে প্রিয়াঙ্কার পিশেমশাই। পরিবারের সদস্যের মৃত্যুর খবরে শোকে পাথর অভিনেত্রী। সুদূর লস অ্যাঞ্জেলস থেকে এখনও দেশে এসে পৌঁছাননি। তবে সোশ্যাল মিডিয়ায় পিশেমশাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তায় লিখেছেন, 'তুমি চিরদিন আমাদের হৃদয়ে থেকে যাবে। তোমার আত্মার শান্তি কামনা করছি ফুফাজি। ওম শান্তি।' 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্টে মান্নারা লেখেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা আমাদের বাবাকে হারিয়েছি। ১৬ জুন বাবা আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। উনি ছিলেন আমাদের পরিবারের কাণ্ডারি।'  ১৮ জুন মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হল মান্নারার বাবা প্রয়াত আইনজীবী রামন রাই হন্ডার। জানা যাচ্ছে, বয়সজনিত কারনে বেশ কিছুদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে অসুস্থতার নির্দিষ্ট কোনও কারণ এখনও জানা যায়নি। 

Advertisment

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্নারার তুতো বোন অভিনেত্রী মীরা চোপড়া। মান্নানার বাবার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ও সহানুভূতি জানিয়েছেন। ইনস্টা বলিউড-এর সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, 'সদ্য আমার কাছে খবর এল। অনুষ্ঠানে আসার পরই আমি জেনেছি। ভিকি জেন আমাকে ওঁর মৃত্যুর খবরটা দিল। হাসপাতালে ভর্তি ছিলেন সেটা জানতাম। এমনিতে সুস্থই ছিলেন। আচমকা কী হয়ে গেল বুঝতে পারলাম না। এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। অনুষ্ঠান শেষ হলেই আমি যাব। বাবাকে হারানোর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কী হতে পারে! মান্নারা, মিতালি দুজনের আমার খুব কাছের। যে কোনও পারিবারিক অনুষ্ঠানে আমরা একত্রিত হয়ে আনন্দ করি। অত্যন্ত খারাপ একটা খবর।'

আরও পড়ুন শোকের ছায়া চোপড়া পরিবারে, কাছের মানুষকে হারিয়ে চোখে জল প্রিয়াঙ্কা-মান্নারার

 প্রসঙ্গত, বিনোদুনিয়ায় লাগাতার দুঃসংবাদ। সদ্য প্রাক্তন স্বামীকে হারিয়েছেন বলিউডের এককালীন দাপুটে অভিনেত্রী করিশ্মা কাপুর। তার কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন বলি ডিভা অভিনেত্রী লারা দত্তা। ভাই মুকুল দেবকে হারিয়ে শোকার্ত রাহুল দেব। কাকাকে হারিয়েছেন মুখোপাধ্যায়ের বাড়ির দুই মেয়ে কাজল ও রানি। খুব অল্প সময়ের ব্যবধানে চোপড়া পরিবারেও নেমে এল শোকের ছায়া।  

priyanka chopra