Advertisment

'কারও স্ত্রী বলে ডাকবেন না! আমার নাম গুগল করে নিন', মার্কিন কমেডিয়ানকে 'ধমক' প্রিয়াঙ্কার

মার্কিন তারকা ও' ড্যানিয়েলের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ালেন দেশি গার্ল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Priyanka Chopra, O’Donnell, প্রিয়াঙ্কা চোপড়া, bengali news today

প্রিয়াঙ্কা চোপড়া

‘ম্যাট্রিক্স রেসাকশন’-এর প্রচারে নিক জোনাসের স্ত্রী হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) পরিচয় দেওয়াতে বেজায় ক্ষেপেছিলেন অভিনেত্রী। সপাটে প্রশ্ন তুলেছিলেন, "সমাজ কি এখনও এতটা পুরুষতান্ত্রিক?" তার মাস দুয়েক পেরতে না পেরতেই ফের ঘটনার পুনরাবৃত্তি। এক মার্কিন তারকার সঙ্গে বিবাদে জড়ালেন দেশি গার্ল।

Advertisment

ও' ড্যানিয়েল নামে মার্কিন মুলুকের এক তারকা প্রিয়াঙ্কার পরিচয় দিতে গিয়ে তাঁকে নিক জোনাসের স্ত্রী বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, অভিনেত্রীকে লেখক তথা দীপক চোপড়ার মেয়ে বলে সম্বোধন করেন। তার এহেন মন্তব্যে শোরগোল হওয়ার পরই তিনি জানতে পারেন যে অভিনত্রীর পরিচয় দিতে ভুল করে ফেলেছেন। এরপরই এক ভিডিওতে ক্ষমা চান ও' ড্যানিয়েল। তবে সেই ভিডিওতেও যথাযথ দেশি গার্লের পরিচয় দিতে পারেননি তিনি। বলেন, "কী বিরক্ত হয়েছিলাম! নিক জোনাস কি দীপক চোপড়ার মেয়েকে বিয়ে করেছেন? আমি কি একাই এসব ভেবেছি, নাকি আপনারাও? আচ্ছা, নিক জোনাস আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর হ্যাঁ চোপড়ার স্ত্রীর কাছেও ক্ষমা চাইছি।" এরপরই রেগে অগ্নিশর্মা হয়ে যান প্রিয়াঙ্কা।

<আরও পড়ুন: হাঁটুর বয়সি তরুণীকে বিয়ে! দীর্ঘ বিরতির পর সিরিয়ালে কৌশিক সেন, দেখুন প্রোমো>

publive-image

ইনস্টাস্টোরিতে ক্ষোভপ্রকাশ করে বলেন, "নিজের পরিচয় নিয়ে কোনওদিনই আমি সেভাবে মাথা ঘামাাইনি। আমি কে কিংবা আমার কাজ কতটা গুরুত্ব পাচ্ছে লোকের কাছে.. কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করার জন্য যদি আপনাকে ক্ষমা চাইতেই হয়, তাহলে তাঁর সম্পর্কে গুগল করে জেনে নেওয়াটাই শ্রেয়। নাহলে সোজাসুজি যোগাযোগ করতে পারেন। কারণ, প্রতিটা মানুষেরই কারও স্ত্রী কিংবা অমুক-এই হিসেবে নয়, তাঁর মৌলিক কারণে শ্রদ্ধা পাওয়া উচিত। যে পৃথিবীতে আমরা আমাদের সন্তানকে মানুষ করব, সেখানে একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুব জরুরী। আর বিশেষভাবে উল্লেখ্য, সব চোপড়ার-ই দীপক চোপড়ার আত্মীয় নন, ঠিক যেমনভাবে সব স্মিথরা উইল স্মিথের আত্মীয় নন।"

প্রিয়াঙ্কার এমন মন্তব্য নজর এড়ায়নি ও' ড্যানিয়েলের। পাল্টা ভিডিও টুইট করে তিনি জানান, "প্রিয়াঙ্কা কিন্তু মোটেই রুক্ষ্মভাবে কথাগুলো শোনানি। উনি আসলে বিরক্ত হয়ে গিয়েছেন এরকম শুনতে শুনতে। ওঁর নাম আসলে প্রিয়াঙ্কা। ভীষণ খ্যাতনামা একজন অভিনেত্রী, জোনাসের থেকেও যাঁর জনপ্রিয়তা বেশি। আচ্ছা, আমি প্রকাশ্যেই ক্ষমা চেয়ে নিচ্ছি।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood priyanka chopra hollywood Entertainment News O’Donnell
Advertisment