Advertisment
Presenting Partner
Desktop GIF

'কেরিয়ারের শেষে এসব ছবি চলে…', অথচ এই সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পান প্রিয়াঙ্কা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি, কী বলছেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
priyanka chopra, priyanka chopra movies, priyanka chopra fashion, fashion movie, madhur bhandarkar, priyanka chopra interview, priyanka bollywood news

প্রিয়াঙ্কা চোপড়া

শেষ কিছুদিন ধরেই শিরোনামে প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে কোণঠাসা হোক অথবা সিটাডেল প্রমোশন, অভিনেত্রীকে নিয়ে চর্চা তুঙ্গে। কখনও রোম আবার কখনও মুম্বাই, গুছিয়ে প্রমোশন করছেন তিনি। নারীভিত্তিক ছবিতেও তাঁকে দেখা গেছে নানা সময়ে। ফ্যাশন ছবিতেও তাঁর অভিনয় মন কেড়েছিল, কিন্তু এই চরিত্রের জন্য ভয়ঙ্কর কিছু মন্তব্যও শুনতে হয়েছিল তাঁকে।

Advertisment

মেঘনার চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, পেয়েছিলেন জাতীয় পুরস্কার। ছোট ব্যানারের ছবিতে কাজ করবেন? কেনই বা করবেন? এহেন প্রশ্ন শুনেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ছবি করার সময় অনেকেই তাঁর দিকে আঙুল তুলেছিলেন। কিন্তু কেউ তৈরি ছিলেন না কাজ করার জন্য। অবশেষে নিজেই নিজেকে ভিন্ন চরিত্রের জন্য এগিয়ে দিয়েছিলেন। তাঁর কথায়, "আমি ছোট ব্যানারের ছবি করলেও সেটা নিজের দমে করব এবং ভাল করে করব"।

আরও পড়ুন < ‘বাংলা ছবি ভালো হয় না..শেষ পাতা হল থেকে উঠিয়ে দিলে’, কাকে আক্রমণ সুদীপ্তার? >

তথাকথিত, নারীকেন্দ্রিক এই ছবিতে একজন মডেলের চড়াই উৎরাই এবং তাঁর পারিপার্শিক পরিস্থিতি সবকিছুই উল্লেখ করা হয়েছিল। তবে, অনেকেই নাকি একথাও বলেছিলেন, "এই ধরনের ছবি নায়িকারা তখন করেন যখন নায়করা তাদের সঙ্গে অভিনয় করতে চান না। জীবনের শেষ সময়ে গিয়ে এসব ছবি করেন তাঁরা। কিন্তু কোনও কথাই কানে তোলেন নি তিনি"।

উল্লেখ্য, বলিউড নিয়ে নানা অভিযোগ সামনে এনেছিলেন তিনি। কাস্টিং থেকে নেপটিজম, বলিউডে চরম আঘাত থেকেই মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা...এখন তুমুল ব্যস্ততা। সিটাডেল প্রমোশন করতে দেখা যাচ্ছে তাঁকে।

bollywood Entertainment News
Advertisment