scorecardresearch

‘বাংলা ছবি ভালো হয় না..শেষ পাতা হল থেকে উঠিয়ে দিলে’, কাকে আক্রমণ সুদীপ্তার?

বাংলা সিনেমার হয়ে সওয়াল সুদীপ্তা চক্রবর্তীর।

Sudipta Chakraborty, Bengali cinema, Sesh Pata, Bengali films, সুদীপ্তা চক্রবর্তী, বাংলা সিনেমা, শেষ পাতা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী বাংলা সিনেমা, টলিউডের খবর
'শেষ পাতা' হল থেকে উঠে যাওয়ায় আক্ষেপ সুদীপ্তা চট্টোপাধ্যায়ের

বাংলা সিনেমার সুদিন আর দুর্দিন নিয়ে চর্চার অন্ত নেই। বক্সঅফিসের দৌঁড়ে কে জিতবে, কিংবা কার নম্বর মার্কশিটে কত বাড়বে, এহেন সহস্র ভাবনা যখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, উপরন্তু বিগ বাজেট বলিউডি সিনেমার ধাক্কায় হল থেকে উঠে যাওয়ার জোগাড় হয়েছে বাংলা ছবির, ঠিক এইসময়েই কন্টেন্ট দিয়ে বাজিমাত করছে বেশ কিছু ছবি। তবে, সিনে-সমালোচকদের কলমে নম্বর বাড়লে কী হবে, আদতে দর্শকরা তো সেই ছবি দেখতে হল অবধি পা রাখছেন না! আর সেখানেই মার খাচ্ছে বাংলা সিনেমার ব্যবসা।

অতিমারী উত্তর পর্ব থেকেই বাংলা সিনেইন্ডাস্ট্রির ভাঁড়ারে টান! ওদিকে দক্ষিণী বা বলিউডের সিনেমাগুলো কলকাতায় রমরমিয়ে ব্যবসা করলেও হালে পাণি পাচ্ছে না বাংলা সিনেমা। নিজের রাজ্যে বাংলা ভাষার সিনেমাকেই কিনা দিনের শেষে ব্রাত্য হতে হচ্ছে। সেক্ষেত্রে ‘জনতা জনার্দন’ ধরে লোকসানের ভয়ে হল মালিকেরাও ঝুঁকছেন হিন্দি ছবির দিকেই। ফলে ভাল কিছু বাংলা সিনেমার ব্যবসা ধাক্কা খাচ্ছে। যেমন সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘শেষ পাতা’। ১ সপ্তাহের বেশি এই সিনেমা চলেনি হলে। কেন? এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন সুদীপ্তা চক্রবর্তী।

‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’- এই অনুরোধের আসর নিয়ে যখন সমাজ মাধ্যমের পাতায় জোর চর্চা শুরু হয়েছিল, তখন একপক্ষের মতামত ছিল, ভাল বাংলা সিনেমা হলে, দর্সক নিশ্চয় দেখবেন। অনেকেই আবার বাংলা ছবির কন্টেন্টকে কাঠগড়ায় তুলেছিলেন। যাদের মোদ্দা অভিযোগ ছিল বাংলা সিনেমার কন্টেন্ট বা চিত্রনাট্য ভাল নয়, তাই দর্শক গ্যাঁটের কড়ি খরচ করে প্রেক্ষাগৃহের দিকে পা বাড়াচ্ছেন না। সেসব যুক্তি চুরমার করে দিয়ে ময়দানে সুদীপ্তা চক্রবর্তী।

[আরও পড়ুন: ‘সবথেকে কঠিন সিদ্ধান্ত..’, সম্পর্কে ভাঙন! শীঘ্রই আইনি বিচ্ছেদ বরখা-ইন্দ্রনীলের]

ফেসবুক পোস্টে অভিনেত্রী বললেন, “বাংলা ছবি ভালো হয় না- বলে, মোদের উপর রাগ করো? তোমরা যে ‘শেষ পাতা’র মত অসাধারণ সিনেমা না দেখে, সিনেমাটা হল থেকে উঠিয়ে দিতে প্রায় বাধ্য কর, তার বেলা?” সুদীপ্তার পোস্টের প্রেক্ষিতেই একপক্ষের মত, শেষ পাতা সত্যিই অনবদ্য ছবি। তবে হল থেকে উঠে যাওয়ায় অনেকেই দেখতে পাননি। প্রথম সপ্তাহে বেশিরভাগ হলেই হাউসফুল যায়নি। কোথাও ১৫-২০ শতাংশ, আবার কোথা ৪০ শতাংশ দর্শক নিয়ে চলেছে। বাকিটা ফাঁকা! সেই প্রেক্ষিতেই দাঁড়িয়েই সুদীপ্তার প্রশ্ন, “ভাল সিনেমা মানুষ দেখছেন না কেন? নাকি তাঁদের কাছে খবর পৌঁছচ্ছে না?”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sudipta chakraborty criticizes audience for not watching bengali cinema