Advertisment

'ইশ! মাত্র ৭ বছর বয়সেই…', 'বাচ্চা বর' নিকের কাণ্ডে মুখ লোকাচ্ছেন প্রিয়াঙ্কা!

ছোট থেকেই এত অদ্ভুত? বরের কাণ্ডে হতচকিত প্রিয়াঙ্কা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
priyanka chopra bollywood news, bollywood news on peecee, প্রিয়াঙ্কা চোপড়া nick jonas, priyanka chopra, nick-priyanka, nick priyanka duet, nick prasing priyanka, bollywood news, bollywood update

প্রিয়াঙ্কার বাড়াবাড়ি!

প্রিয়াঙ্কার সঙ্গে নিক জোনাসের বয়সের যে ফারাক একথা সকলেরই জানা। তাঁর থেকেও বড় কথা, সোশ্যাল মিডিয়ায় দুজনের লুক নিয়েও চর্চা হয়ে থাকে। এবার, এমন এক ঘটনা ঘটেছে যে দেশী গার্ল নিজেই হতবাক। তাদের বয়সের ফারাক এতটা? লজ্জায় মরছেন প্রিয়াঙ্কা।

Advertisment

১৭ বছর বয়সে, মিস ওয়ার্ল্ড জিতেছিলেন প্রিয়াঙ্কা। তারপর থেকেই কেরিয়ার শুরু বলিউডে। আর সেদিন নাকি হবু স্ত্রীকে প্রথম বারের মত দেখেছিলেন প্রিয়াঙ্কা। যদিও, তখন জানতেন না যে প্রিয়াঙ্কার সঙ্গেই নিয়ে হবে তার। তবে, সেদিনের ঘটনা সকলের সামনে এনেছেন প্রিয়াঙ্কা নিজেই। অভিনেত্রীর কথায়, আমার শাশুড়ি মা সবার প্রথম এই গল্পটি বলেন। আমি তো বিশ্বাস করতেই চাইনি। লন্ডনে হয়েছিল অনুষ্ঠান। আমার শাশুড়ি আমায় বলেন, যে তোমাকে দেখেছিলাম সেদিন। আমরা টেক্সাসে ছিলাম। আর নিক?

আরও পড়ুন < এ কেমন রূপ প্রিয়াঙ্কার, যে দেখেই চোখ কপালে নিক জোনাসের! >

নিকের দাদা কেভিন, সবসময়ই পেজেন্ট দেখতে ভালবাসতেন। সেই নাকি বসে দেখছিলেন এই শো। মাঝখান থেকে ৭ বছরের নিক এসে যোগ দেন। প্রিয়াঙ্কা বলেন, নিকের যখন ৭বছর বয়স তখন ও আমায় জিততে দেখে। ইশ! কী লজ্জার। ২২ বছর আগে, কত বয়স ছিল আমাদের। কখন কিভাবে কার সঙ্গে দেখা হবে আমরা জানি না। ৭ এবং ১৭ এর সেই মেলবন্ধন হয়ে গিয়েছিল তখনই।

উল্লেখ্য, হলিউডে লং জাম্প মেরেছেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, সাফল্যও পাচ্ছেন। তবে, নিককে নিয়ে তাঁর ভালবাসা দেখে অনেকেই বাঁকা চোখে তাকান। যদিও, মেয়েকে নিয়ে এখন ব্যস্ততা রয়েছে।

bollywood priyanka chopra Entertainment News
Advertisment