Advertisment

Priyanka Christmas Party: লাল-সাদা থিমে ক্রিসমাস স্পেশ্যাল ড্রেস, কেমন হল নিক-প্রিয়াঙ্কার হাউজ পার্টি? দেখুন ছবি

ck-Priyanka: লস অ্যঞ্জলসে এখন ক্রিসমাসের মরশুম। উৎসবের আমেজে পাজামা পার্টিতে মাতোয়ারা নিক-প্রিয়াঙ্কা। কেমন কাটল তারকা দম্পতির হাউজ পার্টি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কেমন হল নিক-প্রিয়াঙ্কার হাউজ পার্টি?

কেমন হল নিক-প্রিয়াঙ্কার হাউজ পার্টি?

বার আর বন্ধুবান্ধবদের সঙ্গে একেবারে জমজমাট ক্রিসমাস পার্টি। হাউজ পার্টিতেই মজে নিক-প্রিয়াঙ্কা। একই রকম পোশাকে নজর কেড়েছেন প্রত্যেকে। লাল-সাদা থিমে নাইট সুটের আদলে ড্রেস পরেছিলেন প্রিয়াঙ্কারা। ক্রিসমাসের মরশুমে প্রিয়াঙ্কার বাড়িতে পাজামা পার্টিতে কেমন মজা করেছেন সকলে? ইনস্টায় শেয়ার করা প্রথম ছবিই গ্রুপ ফটো। ছিল বেশ কিছু ফান অ্যাক্টিভিটি অর্থাৎ মজার খেলা।

Advertisment

Advertisment

বিশালাকার বাগানের মধ্যে বানানো হয়েছিল একটি তাবু। তার মধ্যে মজা করছে ছোট ছোট বাচ্চারা। এছাড়াও ছিল দোলনা। সব মিলিয়ে পরিবার আর বন্ধুবান্ধবদের সঙ্গে জমজমাট নিক-প্রিয়াঙ্কার ক্রিসমাস পার্টি। সান্টা টুপি পরে মেয়েকে নিয়ে প্রিয়াঙ্কার সিঁড়ি দিয়ে ওঠার মুহূর্তও ধরা পড়েছে ক্যামেরায়। ছোট্ট মালতিকে সান্টা তো উপহারে একদম ভরিয়ে দিয়েছে।

যা দেখে খুব স্বাভাবিকভাবেই খুশি নিক-প্রিয়াঙ্কার রাজকন্যা। ক্রিসমাস পার্টির একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। যেখানে বড়দের আনন্দের মুহূর্ত থেকে খাওয়াদাওয়া, নিকের সঙ্গে সেলফি, পিয়ানো বাজিয়ে গান গাওয়ার নানান রঙিন মুহূর্ত রয়েছে। উল্লেখ্য, লস অ্যাঞ্জলসে যে কোনও অনুষ্ঠানেই পরিবার-বন্ধুদের সঙ্গেই সেলিব্রেট করতে দেখা যায় তারকা দম্পতিকে। 

ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লেখেন, 'এই বছর বাড়িতে ক্রিসমাস সেলিব্রশনের মুহূর্তটা দারুণ ছিল। আমরা যেন এভাবেই প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ভালবাসায় জড়িয়ে থাকতে পারি।সকলকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। এই ছুটির মরশুমে ক্রিসমাস উদযাপন করছে তাঁদেরকে মেরি ক্রিসমাসের অনেক ভালবাসা' । কমেন্ট বক্সে দিয়া মির্জা, প্রীতি জিন্টা জোনাস পরিবারকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। 

আরও পড়ুন: নিক-প্রিয়াঙ্কার ক্রিসমাস সেলিব্রেশন শুরু, ব্যাট হাতে খেলায় মেতে ছোট্ট মালতি

Bollywood Couple bollywood movie Nick-Priyanka priyanka chopra bollywood actress
Advertisment