ফেস্টিভ মুডে নিক-প্রিয়াঙ্কা
আর বাকি মাত্র কয়েকটা দিন। তারপরই বড়দিন। লস অ্যাঞ্জেলসে এখন ক্রিসমাসের মরসুম। ক্রিসমাসের সাজে লাল জ্যাকেট, মাথায় ব্যান্ড পরে নিক জোনাসের সঙ্গে আদুরে মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া। সান্টার সাজে সোশ্যাল মিডিয়ায় লাভিডাভি মুহূর্তের ছবি শেয়ার করেছেন দেশিগার্ল। সৌদি আরবে ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন মিস্টার অ্যান্ড মিসেস জোনাস। সেখান থেকে ফিরেই ক্রিসমাসে মেতেছেন তারকা দম্পতি।
ছক্কা হাঁকাবে মালতি?
ব্যাট হাতে খেলার মুডে নিক-প্রিয়াঙ্কার রাজকন্যা মালতি মেরি চোপড়া জোনাস।
ক্রিসমাসের আবহে নিক-প্রিয়াঙ্কার পোষ্য
নিক-প্রিয়াঙ্কা শুধু নিজেরাই উৎসবে মাতেননি। সঙ্গে রয়েছে তাঁদের পোষ্যও। ক্রিসমাসের মরসুমে গলায় লাল বেল্ট দিয়ে সাজিয়েছেন তারকা দম্পতি।
আদুরে
পোষ্যর সঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন জোনাস পরিবার।
খেলার ছলে
খেলনার মতোই আঙুল দিয়ে পারফেক্ট শেপ আনার আপ্রাণ প্রচেষ্টা ছোট্ট মালতির।
ফুডি
ছোট্ট মালতির সামনে সাজানো খাবার। পিছন ফিরে ক্য়ামেরাবন্দি হোয়ার জন্য মালতির মুখ সেভাবে কোনও ছবিতেই স্পষ্ট নয়।
ক্রিসমাস মুড অন
পরনে কালো ব্লেজার। মাথায় ক্রিসমাস ব্যান্ড। সান্টা সেজে উৎসবে মেতেছেন পপ গায়ক নিক জোনাস।
হ্যাপি ফ্যামিলি
পরিবারের সঙ্গে কাটানো নিকের সুন্দর মুহূর্তের ছবি-ভিডিও প্রায়ই শেয়ার করেন মিসেস চোপড়া জোনাস।