প্রায় বছর আট হতে চলল মার্কিন মুলুকের বাসিন্দা তিনি। ২০১৮ সালে পপ সিঙ্গার নিক জোনাসকে বিয়ে করে ঘর বেঁধেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার সেখানেই শাহরুখের মন্তব্য ঘিরে চর্চা, পুরনো বিষয় নড়াচড়া দিতেই কী বললেন প্রিয়াঙ্কা?
শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন ডন এবং ডন ২ ছবিতে। তারপর থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক দেখা দিয়েছিল। যদিও সেই চাপা উত্তেজনা দীর্ঘদিন চাপা থাকেনি। বরং, গৌরী নিজে হাতেই সেই আগুনে জল ঢেলেছিলেন। এবার, আবারও অনেক বছর পর প্রিয়াঙ্কাকে শাহরুখকে নিয়ে কিছু বলতে শোনা গেল। সিতাদেল ছবির প্রমোশনেই কিং খানকে নিয়ে আবারও প্রসঙ্গ উঠল।
এক সাক্ষাৎকারে তাঁর সামনে প্রশ্ন রাখা হয় এমনই যে, শাহরুখের মতে তিনি বলিউডেই ঠিক আছেন, হলিউডে যাওয়ার কোনও প্রয়োজন নেই। এই মন্তব্যের উত্তর দিয়েই পুরনো ঝাল মেটালেন প্রিয়াঙ্কা? বললেন, “বেশি কমফোর্ট হয়ে গেলে আমার কাছে সেটা বিরক্তের কারণ হবে। আমি নিজেকে খুব বিশ্বাস করি। আমি জানি সেটে যখন প্রবেশ করছি, তখন কি করতে হবে। অডিশন দিতে আমি ভালবাসি, কাজ করতে ভালবাসি। আমার দেশে যে সাফল্য পেয়েছি, সেই বোঝা নিয়ে অন্য দেশে আমি কখনোই আসব না। এখানে নতুন করে নিজেকে খোঁজার চেষ্টা করতে হবে”।
আরও পড়ুন [ ‘যেন ভৌতিক কাণ্ড!’ ১০৩ টেম্পারেচর রুক্মিণীর, ‘বিনোদিনী’র গোটা টিম কাবু ধুম জ্বরে ]
কাজের বিষয়ে ভীষণ প্রফেশনাল প্রিয়াঙ্কা চোপড়া। ছবির শুটিং হোক অথবা প্রমোশন, নিজের দায়িত্বে করতেই পছন্দ করেন। অভিনেত্রীর কথায়, “চারিপাশে যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমার প্রফেশনালিজম এর কারণেই বেশিরভাগ আমায় চেনেন”। বলিউডে কাজ করেছেন দীর্ঘদিন। আবার ভবিষ্যতেও রয়েছে সেই সুযোগ। দেশি গার্ল কি তবে আবারও শাহরুখকে নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন?
প্রসঙ্গত, বলিউড মানেই কিং খান। শাহরুখকে চেনেন না এমন মানুষ এই ভূ ভারতে খুব কম। ভারতীয় সিনেমা কিংবা বলিউড বলতে অনেকে শুধুই শাহরুখকে বোঝেন। এদিকে, একটা সুযোগ পেয়েই শাহরুখকে প্রফেশনালিজম নিয়ে ঠুকেলন প্রিয়াঙ্কা? যদিও এই প্রসঙ্গে শাহরুখের কোনও জবাব নেই। বরং তিনি এখন ব্যস্ত পাঠান এর সাফল্য এবং অন্য ছবির শুটিংয়ে।