শুরু হল প্রিয়াঙ্কা চোপড়ার পরবর্তী বলিউড ছবির কাজ। বুধবার শুটিং ফ্লোরে এল 'দ্য স্কাই ইজ পিঙ্ক'। আজ সকালে সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন ছবির পরিচালক সোনালি বোস এবং সহ অভিনেতা ফারহান আখতার ও জাইরা ওয়াসিম। ছবির প্রযোজকদ্বয় রনি স্ক্রুওয়ালা ও সিদ্ধার্থ রায় কাপুরও উপস্থিত ছিলেন সেই ফোটোশুটে।
'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে দেখা যায় আয়েশা চৌধুরী, ১৩ বছর বয়সে পালমোনারি ফিবরোসিস হওয়ার পর এখন একজন মোটিভেশনাল স্পিকার তিনি। ছবিতে জায়রা ওয়াসিমকে দেখা যাবে আয়েশার ভূমিকায়। আর জাইরার বাবা-মার চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতার। ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার 'মার্গারিটা উইথ অ্য স্ট্র' ছবির পরিচালক সোনালী বোস। আর ছবির সংলাপ রচনার দায়িত্ব পড়েছে জুহি চতুর্বেদীর ওপর।
'দ্য স্কাই ইজ পিঙ্ক' টিমের সঙ্গে সেলফি তুলছেন প্রিয়াঙ্কা
'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবি শুটিং ফ্লোরে যাওয়ার আগে ফোটো শুটে মাতলেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, জাইরা ওয়াসিম, সোনালি বোস, রনি স্ক্রুওয়ালা ও সিদ্ধার্থ রায় কাপুর।
'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবির কলাকুশলীদের সঙ্গে প্রিয়াঙ্কা
তবে এন্টারটেনমেন্ট ওয়েবসাইট কোলাইডার বুধবার সকালে লেখেন, ইউনির্ভাসাল পিকচারস ক্রিস প্র্যাট ও প্রিয়াঙ্কা চোপড়ার ছবি 'কাউবয় নিঞ্জা ভাইকিং' ছবির কাজ আপাতত স্থগিত রেখেছে। ২০১৯ এর ২৮ জুন এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল।
আরও পড়ুন, ক্রিস প্র্যাটের সঙ্গে নতুন হলিউড প্রজেক্টে পিগি চপস
বুধবার শুটিং ফ্লোরে এল 'দ্য স্কাই ইজ পিঙ্ক'।
এ.জে. লিবারম্যান এবং চিত্রশিল্পী রাইলি রসমোর কমিক গ্রাফিক্স নভেল ‘কাউবয় নিঞ্জা ভাইকিং’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। একটি কাউন্টার ইন্টালিজেন্স ইউনিট গঠন করেন সাইকোথেরাপিস্ট ড. সিবাস্টিয়ান ঘিসলেইন। যিনি থেরাপিস্ট বলে পরিচিত হলেও আদতে এজেন্ট। এই প্লটেই এগোবে ছবি। প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্র সম্পর্কে বিশদ জানা যায়নি এখনও, খবর অনুযায়ী প্র্যাট কাউবয়ের দক্ষতা ও ব্যক্তিত্ব সহ একজন এজেন্টের ভূমিকায়, সঙ্গে তিনি ভাইকিংও।