scorecardresearch

বিচ্ছেদ-প্রেম, নিন্দুকদের বাঁকা চোখ! টলিপাড়ার গসিপ গায়েই মাখেন না শোলাঙ্কি?

প্রেম করছেন নাকি? উত্তরে কী বললেন শোলাঙ্কি?

solanki roy, solanki tv actress
কী বলছেন শোলাঙ্কি?

হোক না সে টলিপাড়ার বিখ্যাত মুখ, তাঁকে নিয়ে জলঘোলা হওয়ার সম্ভাবনাই বিশাল। প্রসঙ্গে টেলিভিশনের খড়ি অর্থাৎ শোলাঙ্কি রায়। একাধারে টিভি এবং সিনেমার পর্দা দুইই সামলাচ্ছেন। এবার ফ্যানদের সঙ্গে আড্ডায় বসেই মুখ খুললেন তিনি। কী বলছেন?

বিবাহ বিচ্ছেদ নাকি ডিসটেন্স রিলেশনশিপ? শোলাঙ্কি বিয়ে করেছিলেন ছোটবেলার বন্ধু গোগোলকে। চার হাত এক হওয়ার পর পাড়ি দিয়েছিলেন নিউজিল্যান্ডে। কারণ চাকরি সূত্রে তাঁর পতিদেব সেখানেই থাকেন। কিন্তু বেশিদিন আর ঘর সংসার করা হয় নি। বরং কাজের টানে কলকাতায় ফিরেছিলেন। সেখান থেকেই একে একে মন্টু পাইলট, নতুন সব কাজ। বিচ্ছেদ হয়েছে নাকি সেই নিয়েও মুখ খোলেন নি তিনি। কিন্তু টলিপাড়ায় গুঞ্জন সোহম মজুমদারের সঙ্গে নাকি টক মিষ্টির সম্পর্কে শোলাঙ্কি!

আরও পড়ুন [ ‘আলিয়া সাংসারিক উকিল! ছাড়বেই না…’, বউয়ের ভয়ে তটস্থ রণবীর? ]

গতকাল সোশ্যাল মিডিয়ার আড্ডায় তিনি নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। শোলাঙ্কির ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই আগ্রহী। তাঁর প্রেম, বিচ্ছেদ নিয়ে অনেক প্রশ্নই ঘুরে বেড়ায় এদিক ওদিক। তাই গসিপ সামলানোর এক বিশেষ কোনও পাওয়ার আছে নাকি অভিনেত্রীর এই নিয়ে প্রশ্ন করে বসেন এক অনুরাগী। তাঁর উত্তরে তিনি বলেন, “আমি গসিপ সামলাই না বরং গসিপ উপভোগ করি”। যদিও সোহমকে নিয়ে সব প্রশ্নই সাবলীলভাবে এড়িয়ে গিয়েছেন।

দুজনের বন্ধুত্ব আদৌ প্রেমে গড়িয়েছে? তারকা বলে কথা, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। যদিও সেই বিষয়টি একেবারেই পছন্দ নয় খড়ির। কাজ নিয়েই ব্যস্ত দুজনে। সৌম্যকে দেখা যাবে মধুমিতার বিপরীতে দিলখুশ ছবিতে। অন্যদিকে, শোলাঙ্কি ব্যস্ত বিক্রমের সঙ্গে ছবির শুটিংয়ে এবং গাঁটছড়া ধারাবাহিকে।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Solanki roy said i loved enjoying gossips