scorecardresearch

ন্যাড়া মাথা, গলায় কণ্ঠি, নটি বিনোদিনী বেশে প্রিয়াঙ্কা, রুক্মিণীকে টেক্কা?

রুক্মিণী, প্রিয়াঙ্কা.. টলিপাড়ায় দুই ‘নটি বিনোদিনী’

Priyanka Sarkar, tollywood Noti Binodini, Priyanka Sarkar Noti Binodini, Rukmini Maitra, Rana Sarkar, Dev Rukmini, tollywood news, প্রিয়াঙ্কা সরকার, রুক্মিণী মৈত্র, নটি বিনোদিনী, নটি বিনোদিনী প্রিয়াঙ্কা সরকার, রানা সরকার, টলিউডের খবর
রুক্মিণী, প্রিয়াঙ্কা.. টলিপাড়ায় দুই 'নটি বিনোদিনী'

রুক্মিণী মৈত্রর ‘নটি বিনোদিনী’ নিয়ে শোরগোলের অন্ত নেই। পরিচালক রামকমল মুখোপাধ্যায় ইতিমধ্যেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে শুটিং শুরু করেছেন। সিনেম্যাটোগ্রাফার শমীক হালদার। প্রযোজক দেবকে খোদ সেটে গিয়ে তদারকি করতে দেখা গিয়েছে। এসবের মাঝেই বিনোদিনী দাসির ভূমিকায় আত্মপ্রকাশ করলেন আরেক টলিউড নায়িকা। তিনি প্রিয়াঙ্কা সরকার।

রুক্মিণীর বিনোদিনী বেশের থেকে পুরোদস্তুর ভিন্ন। ন্যাড়া মাথা। গলায় তুলসী মালা। পরনে গেরুয়া বসন। কপালে চন্দনের তিলক কাটা। হাতে জপমালা। একনজরে প্রিয়াঙ্কাকে দেখে চেনা দায়! এমনিতেই তিনি জাত অভিনেত্রী। বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙেছেন। এবার সেই প্রিয়াঙ্কাকেই ‘নটি বিনোদিনী’র বেশে দেখে নেটপাড়ায় প্রশংসার বন্যা। রানা সরকার প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় বিনোদিনী দাসীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনকাহিনী অবলম্বনে তৈরি এই ছবিতে বিশেষভাবে দেখানো হবে গিরিশ ঘোষ ও বিনোদিনীর গল্প। সেই চরিত্রেই রয়েছেন প্রিয়াঙ্কা।

তবে শুক্রবার প্রিয়াঙ্কা সরকারের ছবি প্রকাশ্যে এনে সকলকে চমকে দিলেও আরেক দুঃসংবাদ দিলেন প্রযোজক রানা সরকার। আগে এই সিনেমা পরিচালনা করার কথা ছিল সৃজিত মুখোপাধ্যায়ের। রানা সরকারের সঙ্গে রেইকি-ও করে এসেছিলেন তিনি। তবে সময়ের অভাবে তিনি এই প্রজেক্ট থেকে সরে গিয়েছেন। প্রযোজক জানালেন, “সৃজিত ইতিমধ্যেই এনওসি দিয়েছেন। ওঁর সময় নেই। কিন্তু এই ছবিটা আর কত দিন দেরি করব? আমরা পরিচালক খুঁজছি। দেখা যাক।”

উল্লেখ্য, প্রিয়াঙ্কাকে বিনোদিনীর ভূমিকায় বেছে নিয়েছিলেন সৃজিতই। শুক্রবার সেই ভূমিকাতেই ধরা দিলেন অভিনেত্রী। এরপর থেকেই নেটপাড়ায় শুরু জোর তরজা। বিনোদিনী বেশে রুক্মিণী মৈত্রর সঙ্গে পাল্লা দিচ্ছেন প্রিয়াঙ্কা সরকারও।

[আরও পড়ুন: মাঝরাতে মন্নতের পাঁচিল টপকে সোজা শাহরুখের অন্দরমহলে ২ যুবক, তারপর ধুন্ধুমার কাণ্ড!]

প্রসঙ্গত, রানা সরকার প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে চৈতন্যর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। থাকছেন পাওলি দাম, ব্রাত্য বসু, তৃণা সাহার মতো একঝাঁক তারকামুখ। অভিনয় করার কথা ছিল অনির্বাণ ভট্টাচার্যেরও। তবে একাধিক কাজ হাতে থাকায় পরে সরে দাঁড়ান তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Priyanka sarkar as noti binodini netizen compares with rukmini maitra