Advertisment
Presenting Partner
Desktop GIF

Priyanka Sarkar Holiday : হালকা শীতের আমেজে সমুদ্র সৈকতে, ছেলের সঙ্গে ছুটির মুডে প্রিয়াঙ্কা

Priyanka Sarkar At Mandarmani : জমিয়ে শীত পরার আগেই ছেলেকে নিয়ে ছুটি কাটাতে গেলেন প্রিয়াঙ্কা। আমবাঙালির ডেস্টিনেশন মন্দারমণিতে মা-ছেলের 'ছুটি ছুটি'-র মুহূর্তের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

author-image
Kasturi Kundu
New Update
ছেলের সঙ্গে ছুটির মুডে প্রিয়াঙ্কা

ছেলের সঙ্গে ছুটির মুডে প্রিয়াঙ্কা

Priyanka-sahoj at Mandarmani : ২০০৮-এ চিরদিনই তুমি যে আমার 'পল্লবী' থেকে সাফল্যের পথ চলা শুরু করেছিলেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা-সিরিজে কাজ করছেন পল্লবী ওরফে প্রিয়াঙ্কা সরকার। রাজ চক্রবর্তী যে পল্লবীকে আবিষ্কার করেছিলেন সেই গ্ল্যামার কিন্তু, দীর্ঘ ১৬ বছরে বিন্দুমাত্র ফিকে হয়নি। ব্যক্তিগত জীবনের জন্যও চর্চায় থেকেছেন প্রিয়াঙ্কা। তবে এখন রাহুল আর সহজকে নিয়ে সুখের সংসার এই বাঙালি অভিনেত্রীর। কাজের ব্যস্ততাকে দূরে রখে আপাতত ছেলে সহজের সঙ্গে সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন। গোয়া বা মালদ্বীপ নয়, একেবারে আমবাঙালির ডেস্টিনেশন মন্দারমণি গিয়েছেন প্রিয়াঙ্কা সরকার।

Advertisment

ছেলের সঙ্গে চুটিয়ে মজা করছেন। ডায়েট ভুলে খাওয়া-দাওয়ায় মজেছেন প্রিয়াঙ্কা। ডাবের জল থেকে সমুদ্রের ধারের মাছভাজা, স্ট্রিট ফুড কিছুই বাকি রাখেননি। সত্যিই তো, ঘুরতে গেলে নিয়মের বেড়াজাল ভেঙে ফেলতেই হয়। ছেলের সঙ্গে সমুদ্রের ধারে তুলছেন দেদার সেলফি। স্পিড বোটে সমুদ্রের মাঝে আর পাঁচজন সাধারণ মানুষের মতো প্রিয়াঙ্কাও ক্যামেরায় পোজ দিয়েছেন। মা-ছেলের জীবনের এই মিষ্টি মুহূর্তগুলোর কোলাজে একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। 

মিষ্টি ক্যাপশনে লিখেছেন, 'আমরা মন্দারমণিতে। আমি আর আমার ছোট্ট হিরো সি-বীচের আনন্দ উপভোগ করছি। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে জড়ানো প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটা হাসি, খোলা আকাশের নীচে প্রাণখুলে আনন্দ করার মুহূর্তগুলো চিরদিন স্মৃতিতে থাকবে।' কাজের মাঝে সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান প্রিয়াঙ্কা। 

পুজোর সময়ও ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে গিয়ে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। টুইনিং পোশাকে ফটোশ্যুটও করেন প্রিয়াঙ্কা-সহজ। মা-ছেলের এই কিউট মোমেন্ট বারবার অভিনেত্রীর অনুরাগীদের মন ছুঁয়ে যায়। প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে রবিনস কিচেনে। বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন। আর ২০২৩-এ 'লজ্জা' আর 'ছোটলোক' সিরিজেও প্রিয়াঙ্কার অভিনয় পছন্দ করেছিল ওয়েবের দর্শক।  

আরও পড়ুন: '...এ সুযোগ হারাবেন না', গোয়া থেকে ভিডিও পোস্টে কেন বললেন 'জুন আন্টি' ঊষসী?

Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actress priyanka sarkar Bengali Heroine
Advertisment