/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/Untitled1.jpg)
এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। চলতি বছর একই সঙ্গে মুক্তি পাবে তাঁর বেশ কয়েকটি ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত এ তুমি কেমন তুমির ট্রেলার। বলা বাহুল্য, তা মন কেড়েছে দর্শকের। ওদিকে গতকাল থেকে শুরু হয়েছে প্রিয়াঙ্কার অভিনীত অন্যতম ছবি হইচই আনলিমিটেডের শ্যুটিংও। অভিনেত্রী সম্প্রতি সুলতান দ্য সেভিয়ারের সেট থেকে নিজের ট্যুইটারে কিছু ছবি শেয়ার করেছেন দর্শকদের জন্য। পাশাপাশি রয়েছে তার টাচআপের একটি ভিডিও। ক্যাপশনে লিখেছেন তাঁর কাজের প্রতি তাঁর ভালবাসার কথাও।
#AboutToday#FromTheSet#SultanTheSaviour ❤????@jeet30@Rajachanda@JeetzFilmworks@GRASSROOTENT@SurinderFilmspic.twitter.com/KAYWMItwnR
— Priyanka Sarkar (@PriyankaSarkarB) 4 May 2018
দেখুন প্রিয়াঙ্কার টাচআপের সেই ভিডিও:
I love the whole feeling of this process. da preparation, da touch-ups before da shot is ready, transport me into another world where I can spontaneously get into being the character I'm playing. It's the best way I can embrace my creative self and look my part.#TouchUpspic.twitter.com/PwdRng9uGr
— Priyanka Sarkar (@PriyankaSarkarB) 4 May 2018
চলতি বছর ঈদেই মুক্তি পাবে জিৎ অভিনীত আগামী ছবি সুলতান দ্য সেভিয়র। সেখানে ফের চেনা ছকেই ছবিতে দেখা মিলবে জিতের৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার পোস্টার। পাশাপাশি ছবির মাশা আল্লা গানটিও সাড়া ফেলেছে দর্শক মহলে। রাজা চন্দ পরিচালিত ভরপুর অ্যাকশনে জমজমাট ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত টিম সুলতান দ্য সেভিয়র। সেখানে জিতের বিপরীতে রয়েছেন বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম এবং টলি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার৷
দেখুন গানটি:
রাজা চন্দের পরিচালনায় জিৎস ফিল্মওর্য়াকস, সুরিন্দর ফিল্মস এবং বাংলাদেশের একটি প্রযোজনা সংস্থা-র যৌথ প্রযোজনায় চলতি বছর মুক্তি পাবে ছবিটি। একই দিনে মুক্তি পাবে অঙ্কুশের আগামী ছবি ডি ফর ডান্স, সুতরাং বক্সঅফিসের হাড্ডাহাড্ডি টক্করের মুখে পড়তে পারে সুলতান দ্য সেভিয়র।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us