/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/priyanka.jpg)
প্রিয়াঙ্কা সরকার
শুক্রবার গভীর রাতে শুটিং চলাকালীন বড়সড় দুর্ঘটনা! মদ্যপ বাইকচালকের ধাক্কায় গুরুতর জখম হন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। পায়ের হাড় ভেঙেছে অভিনেত্রীর। চোট এতটাই মারাত্মক ছিল যে, শনিবার বিকেলেই অস্ত্রোপচার করে ভাঙা পায়ে প্লেট বসিয়েছেন চিকিৎসকরা। সবটা স্বাভাবিক হতে এখনওঅন্তত ছয় মাস। এমনটাই হাসপাতালের অস্থিশল্য বিভাগ সূত্রে খবর। কিন্তু এরমাঝেই বৃহস্পতিবারের আগে বাড়ি ফিরতে চাইছেন প্রিয়াঙ্কা।
কিন্তু কেন? আসলে সেদিন ছেলে সহজের জন্মদিন। এখন অভিনেত্রী হাসপাতালে থাকায় ছেলে রয়েছে তাঁর দাদু-দিদা অর্থাৎ নায়িকার মা-বাবার কাছে। কিন্তু বৃহস্পতিবার এই বিশেষ দিনে কিছুতেই সহজকে ছাড়া কাটাতে চাইছেন না মা প্রিয়াঙ্কা। তাই ডাক্তার আগামী একমাস বিশ্রামে থাকার পরামর্শ দিলেও বুধবারই বাড়ি ফেরার আর্জি জানিয়েছেন তিনি।
<আরও পড়ুন: ২০০ কোটির প্রতারণা! দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে ED-র হাতে আটক জ্যাকলিন>
প্রসঙ্গত, ৯ ডিসেম্বর ছেলে সহজের জন্মদিনে প্রিয়াঙ্কার থাকার কথা ছিল উত্তরবঙ্গে। নেপথ্যে 'মহাভারত মার্ডার্স'। ভেবেছিলেন সেখানেই সহজের জন্মদিন পালন করবেন বিশেষভাবে। কিন্তু কোথায় কী! পুরো পরিকল্পনাই ভেস্তে গেল।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/pp.jpeg)
এদিকে অভিনেত্রীর দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়া। তবে হাসপাতাল থেকেই প্রিয়াঙ্কা তাঁর খবরাখবর জানিয়েছেন। অভিনেত্রীর মন্তব্য, "আমার জন্য যারা উদ্বিগ্ন, প্রার্থনা করেছেন, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। শুক্রবার আমি এক দুর্ঘটনার কবলে পড়ি এবং শনিবার আমার অস্ত্রোপচার হয়েছে। ঈশ্বরের কৃপায় এবং ভালো চিকিৎসা পরিষেবায় আমি সুস্থ হয়ে উঠছি। পুরোপুরি সুস্থ হতে আরও খানিকটা সময় লাগবে। আশা করি এই সময়েও আপনারা আমার পাশে থাকবেন।"
ঠিক কী ঘটেছিল? শুক্রবার রাত পৌনে বারোটা নাগাদ রাজারহাটের পেঁচার মোড়ের কাছে ‘মহাভারত মার্ডারস’ নামে এক ওয়েব সিরিজের শুট চলছিল। তারই শুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা এবং অর্জুন। সেইসময়ে কর্ডন ভেঙে আচমকাই ঢুকে পড়েন এক মত্ত বাইক চালক। সজোরে এসে ধাক্কা মারেন প্রিয়াঙ্কাকে। ছিলেন অর্জুনও। দু’জনেই তৎক্ষণাৎ ছিটকে পড়েন। যার জেরে বড়সড় ক্ষতর সৃষ্টি হয় অভিনেত্রীর শরীরে। এমনকী, ডান পায়ের দুটো হাড়ও ভেঙে গিয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। গুরুতর চোট টিবিয়ায়। চোট পান অর্জুনও। কিন্তু অভিনেতাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন