/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/priyanka-sarkar-759.jpg)
প্রিয়াঙ্কা সরকার। ফোটো- ইনস্টাগ্রাম
লকডাউনে গৃহবন্দী জীবনকে আরেকটু আকর্ষণীয় করে তুলতে একের পর এক উপায় দিয়ে যাচ্ছেন টলিউডের সেলেবরা। কে নেই সেই তালিকায়! পরমব্রত, গৌরব চক্রবর্তীরা সুর তুলছেন গিটারে, পাওলি দাম, সায়ন্তিকা আবার ব্যস্ত থাকতে বলছেন যোগব্যায়ামে। আরেকদিকে নুসরত জাহানের হাতের জাদুতে তৈরি হচ্ছে একের পর এক সুস্বাদু খাবার। এবার বোরিং জীবনে অন্য চমক নিয়ে হাজির অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
আরও পড়ুন, টেকনিশিয়ানদের সাহায্যার্থে মমতার ভাবনা, পাশে দাঁড়ালো টলিউড
একঘেয়ে গৃহবন্দি জীবনে এক তুড়িতে বদল আনার এক অভিবন পন্থা ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিলেন প্রিয়াঙ্কা। আজ্ঞে হ্যাঁ! গোটা ঘরকেই বানিয়ে ফেললেন আস্ত একটা চিড়িয়াখানা! কারা নেই সেখানে, ঘোড়া, বাঘ, পেঙ্গুইন, নীল তিমি, সিংহ, ভাল্লুক... শুনেই ভিরমি খাওয়ার জোগাড়! এ আবার হয় না কি? কীভাবে সম্ভব? উত্তর দিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই।
নিজের ইনস্টাগ্রামে সেই সব ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা বলেন, "এটা কোনও এপ্রিল ফুল নয়। আসলেই এটা সম্ভব। নিজের পছন্দমতো যেকোনও পশুর নাম লিখুন গুগলে। এরপর ভিউ ইন থ্রিডি এই অপশনটি প্রেস করুন। ৩০ সেকেন্ড বাদে আপনার ঘরেই দেখতে পাওয়া যাবে প্রাণীটিকে। বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই দেখুন। আর যদি একলা থাকেন তাহলে সময় কাটিয়ে নিতে পারবেন আপনার প্রিয় প্রাণীদের সঙ্গে।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন