Advertisment
Presenting Partner
Desktop GIF

লকডাউনে বাড়িকে বানালেন 'চিড়িয়াখানা', অভিনেত্রীর অভিনব উদ্যোগে চোখ কপালে নেটিজেনদের!

গোটা ঘরকেই বানিয়ে ফেললেন আস্ত একটা চিড়িয়াখানা! কারা নেই সেখানে, ঘোড়া, বাঘ, পেঙ্গুইন, নীল তিমি, সিংহ, ভাল্লুক... শুনেই ভিরমি খাওয়ার জোগাড়!

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রিয়াঙ্কা সরকার। ফোটো- ইনস্টাগ্রাম

লকডাউনে গৃহবন্দী জীবনকে আরেকটু আকর্ষণীয় করে তুলতে একের পর এক উপায় দিয়ে যাচ্ছেন টলিউডের সেলেবরা। কে নেই সেই তালিকায়! পরমব্রত, গৌরব চক্রবর্তীরা সুর তুলছেন গিটারে, পাওলি দাম, সায়ন্তিকা আবার ব্যস্ত থাকতে বলছেন যোগব্যায়ামে। আরেকদিকে নুসরত জাহানের হাতের জাদুতে তৈরি হচ্ছে একের পর এক সুস্বাদু খাবার। এবার বোরিং জীবনে অন্য চমক নিয়ে হাজির অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

Advertisment
View this post on Instagram

Meanwhile in our quarantine... We are befriending horses, lions, tigers, bears... feeding eagles...swimming with sharks and catching up with penguins and wolves... Honest. This is not an attempt at pulling an April 1st prank...???? You can do the same yourselves...???? For those with children, this has kept us quite busy. If you type an animals name into Google (on an iPhone or Android) and then press ‘View in 3D’. It brings up your camera and then 30 seconds later you have a tiger in your house! You can take a photo of the kids with them and they can walk around it. You can also find a: Lion Tiger Cheetah Shark Hedgehog Duck Emperor penguin Wolf Angler fish Goat Rottweiler Snakes Eagle Brown bear Alligator Horse Shetland pony Macaw Pug Turtle Cat Octopus Dog Golden Retriever #LetsStaySane #StaySafe #StayHome

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz) on

আরও পড়ুন, টেকনিশিয়ানদের সাহায্যার্থে মমতার ভাবনা, পাশে দাঁড়ালো টলিউড

একঘেয়ে গৃহবন্দি জীবনে এক তুড়িতে বদল আনার এক অভিবন পন্থা ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিলেন প্রিয়াঙ্কা। আজ্ঞে হ্যাঁ! গোটা ঘরকেই বানিয়ে ফেললেন আস্ত একটা চিড়িয়াখানা! কারা নেই সেখানে, ঘোড়া, বাঘ, পেঙ্গুইন, নীল তিমি, সিংহ, ভাল্লুক... শুনেই ভিরমি খাওয়ার জোগাড়! এ আবার হয় না কি? কীভাবে সম্ভব? উত্তর দিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই।

নিজের ইনস্টাগ্রামে সেই সব ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা বলেন, "এটা কোনও এপ্রিল ফুল নয়। আসলেই এটা সম্ভব। নিজের পছন্দমতো যেকোনও পশুর নাম লিখুন গুগলে। এরপর ভিউ ইন থ্রিডি এই অপশনটি প্রেস করুন। ৩০ সেকেন্ড বাদে আপনার ঘরেই দেখতে পাওয়া যাবে প্রাণীটিকে। বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই দেখুন। আর যদি একলা থাকেন তাহলে সময় কাটিয়ে নিতে পারবেন আপনার প্রিয় প্রাণীদের সঙ্গে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus priyanka sarkar
Advertisment