/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/rhea-kapoor.jpg)
বিয়ের পিঁড়িতে সোনমের বোন রিহা কাপুর
২০১৮ সালের পর ফের সাজো সাজো রব অনিল কাপুরের জুহুর বাংলোয়। ফুল, রংবেরঙের কাপড়, রোশনাইয়ে সেজে উঠছে কাপুরদের আস্তানা। কারণ? অনিল কাপুর (Anil Kapoor) এবং সুনীতা কাপুরের ছোট মেয়ে রিয়া (Rhea Kapoor) বিয়ের পিঁড়িতে বসছেন। শনিবারই প্রযোজক রিয়া তথা সোনম কাপুরের (Sonam Kapoor) ছোট বোন সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। বি-টাউনে কান পাতলে তো অন্তত এমনটাই শোনা যাচ্ছে। কারণ, এদিন সকাল থেকেই অভিনেতার জুহুর বাংলোর সামনে অহরহ গাড়ি থামছে। ডেকোরশনের উপকরণ নামানো হচ্ছে।
১৩ বছরের প্রেম শনিবার পূর্ণতা পাচ্ছে একেবারেই ঘরোয়া বৈবাহিক অনুষ্ঠানের মাধ্যমে। অতিমারী আবহে অথিতি তালিকাতেও কাটছাঁট হয়েছে। শোনা যাচ্ছে, বি-টাউনের বেশ কয়েকজন তারকা উপস্থিত থাকবেন রিয়া কাপুরের বিয়েতে। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে সাক্ষী রেখেই এদিন চার হাত এক হতে চলেছে। রিয়া পেশায় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনারের পাশাপাশি বলিউড প্রযোজকও। 'আয়েশা', 'ভীরে দি ওয়েডিং'-এর মতো সিনেমা প্রযোজনা করেছেন। যে ছবিতে কিনা বোন সোনম কাপুরও অভিনয় করেছেন।
<আরও পড়ুন: বিতর্কের মাঝেই দ্বিতীয় সন্তান ‘জেহ’র ছবি ফাঁস করলেন সইফ-করিনা, ভাইরাল ফটো>
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/rhea.jpg)
কিন্তু পাত্রটি কে? করণ বুলানি (Karan Boolani)। বলিউডের প্রযোজক তথা পরিচালক। ২২ বছর বয়সেই পাঁচশোরও বেশি বিজ্ঞাপন তৈরি করে ফেলেছেন। পাশাপাশি প্রযোজক হিসেবে রিয়া কাপুরের ডেবিউ ছবি 'আয়েশা'র সহ-পরিচালক হিসেবেও কাজ করেছেন করণ। এছাড়া, ২০১৬ সালের গোড়ার দিকে অনিল কাপুর অভিনীত '২৪' সিরিজের ১২টি পর্বও পরিচালনা করেছেন। ১৩ বছর আগেই সেই ট্যালেন্টেড পরিচালকের সঙ্গে মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন অনিল-কন্যা রিয়া। তবে সম্পর্ক নিয়ে কখনওই রাখঢাক করেননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একে-অপরের সঙ্গে ছবিও পোস্ট করেছেন। শনিবার বিয়েটাও সেরে ফেলবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তরফে অবশ্য কাপুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মুখে কুলুপ এঁটেছেন রিয়ার বিয়ে নিয়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন