scorecardresearch

হল পাচ্ছে না ‘রসগোল্লা’, শাহরুখের কাছে আবেদন উইন্ডোজের

রসগোল্লায় গোল বাঁধিয়েছেন বলিউডের বাদশা নিজে। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতা প্রযোজিত ছবি রসগোল্লা। আর সেই দিনই মুক্তি পাবে শাহরুখ খানের জিরো।

হল পাচ্ছে না ‘রসগোল্লা’, শাহরুখের কাছে আবেদন উইন্ডোজের
রসগোল্লা বনাম জিরোর তরজায় এগিয়ে গেল বাংলাই।

মাত্র আর দু’দিন সময় রয়েছে হাতে। তারপরেই মুক্তি পাবে উজান ও অবন্তিকার ছবি রসগোল্লা। কিন্তু যদি সিনেমা হলই না নিতে চায় ছবি তাহলে দর্শক পর্যন্ত তো পৌঁছবেই না মিষ্টির স্বাদ। আসলে রসগোল্লায় গোল বাঁধিয়েছেন বলিউডের বাদশা নিজে। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতা প্রযোজিত ছবি রসগোল্লা। আর সেই দিনই মুক্তি পাবে শাহরুখ খানের জিরো।

জিরোর কারণে রসগোল্লা-কে হল দিচ্ছেন না সিঙ্গেল হলমালিকরা। এহেন অবস্থায় খোদ কিং খানের শরণাপন্ন টিম রসগোল্লা। প্রায় একবছর হয়ে গিয়েছে রসগোল্লার জন্য GI ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গ। তারপরেই ঘটনাচক্রে এবিষয়টি নিয়ে ছবি বানায় পাভেল। আবার অনেকদিন থেকে এও জানা ২১ তারিখেই মুক্তি পাবে শাহরুখের জিরো। একে বড় তারকা তায় শাহরুখ, কার্যত সাইড লাইন হয়েছে রসগোল্লা। বেশি লাভের আশায় শহরের বেশিরভাগ সিঙ্গেলস্ক্রিনই হাত বাড়িয়েছে জিরোর দিকে।

আরও পড়ুন, চিত্রনাট্যই যে শেষ কথা বলে তার প্রমাণ ঠাগস অফ হিন্দুস্থান: পাভেল

তাই পাভেল ও উজান সরাসরি দরবার করলেন শাহরুখের কাছে। পাভেল একটি চিঠিতে শাহরুখকে লেখেন, “স্যার, ছোটো থেকেই আমি আপনার ফ্যান। আপনার ছবি দেখেই বড় হয়েছি। এখন আমিও একটা ছবি তৈরি করেছি। ছবির ব্যবসায়িক দিকটা বুঝতে পারছি কিন্তু, শুধু ব্যবসা নয় এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে শিল্প-সংস্কৃতিও। বাঙালির কাছে রসগোল্লা একটা আবেগ। আপনি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে নিশ্চয়ই এতদিনে সেটা বুঝতে পেরেছেন। আপনার কাছে অনুরোধ, রসগোল্লার জন্য অন্তত পশ্চিমবঙ্গে একটু জায়গা ছেড়ে দিন। জ়িরো ছবির জন্য পশ্চিমবঙ্গে সিঙ্গেলস্ক্রিন মালিকরা হল দিচ্ছেন না”।

আরও পড়ুন, বন্ধুরা আমাকেই ‘রসগোল্লা’ বানিয়ে ফেলেছে: উজান গঙ্গোপাধ্যায়

শুধু পাভেল নয় আর্জি জানিয়েছে উজান গঙ্গোপাধ্যায়ও। কিন্তু ঝামেলা রয়েছে আরও একটি জায়গায়। জিরো ছবির পশ্চিমবঙ্গে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে ভেঙ্কটেশ। তাদেরও প্রযোজিত অ্যাডভেঞ্চারস অফ জোজো মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর। এখন শুধু হাতে হাত দিয়ে দিন গোনা ছাড়া আর কিছু করণীয় নেই। দেখা যাক কিং খান অনুরোধ রাখেন কিনা!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Production house windows claims their upcoming film rosogolla is facing single hall problem due to zero