ভাই-বোনে বন্ডিং মানেই তার আলাদা তাৎপর্য রয়েছে। হাতে হাত রেখে একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা, যেন অভেদ্য প্রাচীর। ছোট থেকেই স্বপ্নগুলো একসঙ্গে গাঁথা। একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ। তারা যদি তারকা হন তাহলে! আন্দাজ করা যাচ্ছে কি! কথা বলতে চাইছি শহরের অন্যতম জনপ্রিয় ভাই-বোন-প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পল্লবী চট্টোপাধ্যায়কে নিয়ে।
ভাই-বোন ছাড়াও এবার নয়া সম্পর্ক তৈরি হতে চলেছে তাদের মধ্য। নতুন বছরের শুরুতেই বড় খবর নিয়ে আসছেন এই দু'জনে। ব্যক্তিগত সম্পর্কের বাইরে প্রফেসনাল বন্ড তৈরি হতে চলেছে তাদের। পল্লবী চট্টোপাধ্যায়ের নিজস্ব ফার্ম রয়েছে (DMAX ENTERTAINMENT), টলিউডের ইন্ডাস্ট্রির সঙ্গে ব্যবসায়িক যুগলবন্দী করছেন তিনি। কেবলমাত্র আঞ্চলিক বিভাগে নয়, জাতীয় স্তরেও জোট বেঁধে নামতে চলেছেন তারা।
বলতে পারেন ভাই-বোন জুটি ''রোল ক্যামেরাস...অ্যান্ড অ্যাকশন!'' বলার জন্য তৈরি।
আরও পড়ুন, জন্মদিনে ফিরে দেখা দেব: টেলিভিশনে ৩টি উল্লেখযোগ্য স্মৃতি
বিষয়টি নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, "একটি খুব বিখ্যাত উক্তি রয়েছে," দ্য অ্যাডভেঞ্চার অফ গ্রোয়িং আর উইথ সিবিলিংস ইজ দ্যাট ইউ বিকেম ভেরি গুড অ্যাট ফ্র্যাকশনস।" হ্যাঁ, একসঙ্গে বড় হয়েছি, একে অপরের সম্পর্কে পুরোটা জানি। তবে এই চিরকালীন বন্ডটা ব্যক্তিগত। এবারে সেই বন্ধনকেই আরও এগিয়ে নিয়ে যেতে চলেছি, প্রফেশনার দিক থেকে। সবাই জানে আমার নতুন কিছু শিখতে আমি সবসময় ভালবাসি, এবারে বোনের কাছ থেকে নতুন কিছু শিখতে তৈরি।''
আরও পড়ুন, বড়দিনের আনন্দে মাতল টলিউড, দেখুন ফোটো
পল্লবী বললেন, ''ভাগ্য আমাদের এক জায়গায় নিয়ে এসেছে। এই জার্নিটাই জীবন। ভিন্ন পথে দু'জনে হেঁটেছি কিন্তু একসঙ্গে ভালবাসার বন্ধনে জড়িয়ে থেকেছি। আরও সুন্দর এক আগামীর উদ্দেশ্যেই একসঙ্গে হাঁটব আমরা। ওর মতো ভাই পেয়ে আমি গর্বিত। ওর আত্মবিশ্বাস আমাকে প্রেরণা দেয়।'' প্রসেনজিৎ ও পল্লবী, খুব তাড়াতাড়িই সামনে আনবেন নতুন চমক।