কৌশিকের রোমান্টিক-থ্রিলার 'কাবেরী অন্তর্ধান'

প্রসেনজিৎ-শ্রাবন্তী প্রথমবার পর্দায় আসছেন জুটিতে। ছবির নাম 'কাবেরী অন্তর্ধান'। এর আগে একটি ছবিতে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন দু'জনে, তারপরে কৌশিকের হাত ধরেই পর্দায় ফেরা।

প্রসেনজিৎ-শ্রাবন্তী প্রথমবার পর্দায় আসছেন জুটিতে। ছবির নাম 'কাবেরী অন্তর্ধান'। এর আগে একটি ছবিতে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন দু'জনে, তারপরে কৌশিকের হাত ধরেই পর্দায় ফেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
kaushik ganguly's next film prosenjit srabanti

কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'কাবেরী অন্তর্ধান'। ফোটো- দেবস্মিতা দাস

কৌশিক গঙ্গোপাধ্যায়-প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই ছকের বাইরে গিয়ে চিত্রনাট্য নির্বাচন। টলিউডের ইন্ডাস্ট্রির সঙ্গে চার নম্বর ছবিতেও এর অন্যথা হল না। প্রসেনজিৎ-শ্রাবন্তী প্রথমবার পর্দায় আসছেন জুটিতে। এর আগে একটি ছবিতে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন দু'জনে, তারপরে কৌশিকের হাত ধরেই পর্দায় ফেরা।

Advertisment

ছবির নাম 'কাবেরী অন্তর্ধান'। প্রসেনজিৎ-শ্রাবন্তী ছাড়াও ছবিতে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, পূরব শীল আচার্য, চূর্ণী গঙ্গোপাধ্যায়। শনিবার ছবির ঘোষনা হল সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়িতে। উত্তরভারতে শুটিং হবে ছবির।

kaushik ganguly's next film prosenjit srabanti কাবেরী অন্তর্ধান-এর ঘোষণা। এক্সপ্রেস ফোটো- দেবস্মিতা দাস

Advertisment

আরও পড়ুন, মার্চেই সামনে আসবে ঋতুপর্ণা-শাশ্বত’র ‘পার্সেল’ রহস্য

'কাবেরী অন্তর্ধান'-এ শ্রাবন্তীর চরিত্রের নাম কাবেরী। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ অর্ঘ-র ছাত্রী। অর্ঘ একজন অন্তরালে চলে যাওয়া তারকা। চূর্ণী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে নয়নতারার চরিত্রে। ছবিতে কৌশিক সেন ওরফে মৃন্ময়-এর স্ত্রী। অম্বরিশ ও পূরব শীল আচার্যের চরিত্রের নাম যথাক্রমে অমিয় এবং অর্ণ। ছবিতে গোকুল-এর ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কেও।

ফেব্রুয়ারির শেষেই শুরু হবে শুটিং। সবাই মিলে পাড়ি দেবেন উত্তরবঙ্গে। কৌশিক নিজেই জানালেন, যেহেতু সত্তরের দশকের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবি তাই লুক সেটেও যথেষ্ট সময় লেগেছে পুরো টিমের। সুতরাং বোঝাই যাচ্ছে অপেক্ষা শুরু দর্শকের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood prosenjit chatterjee koushik ganguly Srabanti Chatterjee Bengali Cinema