বাংলা ভাষা নিয়ে, চারিদিকে উত্তেজনাময় পরিস্থিতি। এবং একটু খেয়াল করলে দেখা যাবে, এই নিয়ে আন্দোলন চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা নিয়ে লড়াই চালাতে হচ্ছে সকলকে। এই নিয়েই এবার তারকারা সরব হয়েছেন। বাংলার বহু শিল্পী যারা গোটা দেশে সমাদৃত, তাঁরা অনেকেই এই নিয়ে আওয়াজ তুলেছেন। এমনকি, কিছুদিন আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি মায়ানগরীতে গিয়ে বলেছিলেন, বাংলায় কথা বলছ কেন? তাঁকেও এবার এই নিয়ে মুখ খুলতে দেখা গেল।
বাঙালি কিংবা বাংলার বহু শিল্পী, সারা দেশে সমাদৃত। এবং, তাঁর মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায় অন্যতম। এছাড়াও, আরও অনেকেই এই নিয়ে মুখ খুলেছেন। আজ কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে, এক অনুষ্ঠানে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানেই তাঁকে বাংলা ভাষা নিয়ে নানা কথা বলতে দেখা গেল। বিশেষ করে তিনি এই জানিয়ে দিলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী যে আন্দোলন করছেন বাংলা ভাষা নিয়ে তিনি তাঁর সঙ্গে আছেন। বাংলা সিনেমার জ্যেষ্ঠপুত্র তিনি। তাই তো সোজাসুজি দিদির পাশে থাকার বার্তা দিলেন তিনি। তাঁকে বলতে শোনা গেল...
Ranjhanaa-Dhanush: ভয়ঙ্কর আপত্তি ছিল ধনুশের, 'রাঁঝনার' ক্লাইম্যাক্স পাল্টে যেতেই তেড়েফুঁড়ে উঠলেন অভিনেতা
"বাংলা ভাষা আছে, এবং সারাজীবন থাকবে। আমি দিদির পাশে আছি। লড়াই চালিয়ে যেতেই হবে।" দীর্ঘ এতগুলো বছর তিনি বাংলা ছবিতে কাজ করেছেন। সেকারণেই এই বাংলার মানুষ তাঁকে দারুণ ভালবাসেন। তবে, মাঝেমধ্যে বিতর্কের জন্ম হয় তাঁকে নিয়ে। এখানেই, আবার সৃজিত মুখোপাধ্যায়, যিনি বাংলা নিয়ে বেশ স্বতন্ত্র। যার বাংলা বলা এবং শব্দ নিয়ে তাঁকে মাঝেমধ্যেই কটাক্ষ করা হয়। তাঁকে কী বলতে শোনা গেল? সোজাসুজি তিনি সকলকে কটাক্ষ করলেন। সৃজিত সমাজ মাধ্যমে পোস্ট করেছেন...
"এটা বাংলাদেশী ভাষা নয়, বোকারা, এটা বাংলা বা বাংলা ভাষা, যে ভাষায় তোমাদের জাতীয় সঙ্গীত মূলত লেখা হয়েছিল এবং ভারতের ২২টি সরকারি ভাষার মধ্যে একটি।" প্রসঙ্গে এই নিয়ে আওয়াজ তুলেছিলেন রূপম ইসলাম। তিনি তো এমনও বললেন, এটা নাকি মূর্খামি। সংগীতশিল্পী সোজাসুজি সমাজ মাধ্যমে লিখছেন... "এতগুলো ভাষা আছে, ২২টা ভাষার মধ্যে বাংলা একটা। তাহলে কি এর কোনও স্থান নেই? এটা চরম মূর্খামি।"