মিউজিক্যাল গল্পের পর ফের ছোটপর্দায় প্রসেনজিৎ

'গানের ওপারে' নিয়ে প্রথমবার ধারাবাহিকের সংজ্ঞা বদলেছিলেন তিনি। এবার ফেরৎ আসছেন অতিপ্রাকৃত বিষয় নিয়ে। মানুষের আস্থার ফায়দা লোটে একদল ভন্ড। বিজ্ঞান বনাম কুসংস্কার নিয়ে তৈরি হচ্ছে 'অলৌকিক না লৌকিক'। 

'গানের ওপারে' নিয়ে প্রথমবার ধারাবাহিকের সংজ্ঞা বদলেছিলেন তিনি। এবার ফেরৎ আসছেন অতিপ্রাকৃত বিষয় নিয়ে। মানুষের আস্থার ফায়দা লোটে একদল ভন্ড। বিজ্ঞান বনাম কুসংস্কার নিয়ে তৈরি হচ্ছে 'অলৌকিক না লৌকিক'। 

author-image
IE Bangla Web Desk
New Update
prosenjit

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় আসছে নতুন ধারাবাহিক 'অলৌকিক না লৌকিক'। ফোটো- ইনস্টাগ্রাম

আট বছর পর বাংলা ধারাবাহিক নিয়ে ফিরছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা। কেবলমাত্র টেলিভিশন নয় বড়পর্দাতেও বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন তারা। 'গানের ওপারে' নিয়ে প্রথমবার ধারাবাহিকের সংজ্ঞা বদলেছিলেন তিনি। এবার ফেরৎ আসছেন অতিপ্রাকৃত বিষয় নিয়ে। তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক কুসংস্কার বাড়ায়। মানুষের ভয় থেকে তৈরি হয় বিশ্বাস আর সেই আস্থার ফায়দা লোটে একদল ভন্ড। বিজ্ঞান বনাম কুসংস্কার নিয়ে তৈরি হচ্ছে 'অলৌকিক না লৌকিক'।

Advertisment

এবার তাদেরই মুখোশ খোলার জন্য তৈরি হচ্ছে এই শো। প্রকাশ্যে এদের কালোবাজারি রুখতে একদল তরুণ তুর্কী নামে রাস্তায়। এই ধারাবাহিকে সব্যসাচী চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, সুপ্রিয় দত্তর মতো অভিনেতারা। কিন্তু গানের ওপারে-র পর এই ধরনের টেলিসিরিজে কেন কামব্যাক করলেন টলিউডের ইন্ডাস্ট্রি।

publive-image 'অলৌকিক না লৌকিক' ধারাবাহিকে সব্যসাচী চক্রবর্তী ও সুভাশিষ মুখোপাধ্যায়।

আরও পড়ুন, ‘মিষ্টি দিদা’-র ছবি শেয়ার করলেন দেব

Advertisment

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ''এটা ভীষণ ইন্টারেস্টিং কাজ। প্রত্যেক সপ্তাহে একটা করে গল্পের শেষ হবে কিন্তু চরিত্রগুলো বদলে যাবে না। সবথেকে মজার বিষয় হল এখানে অলৌকিক ও বিজ্ঞানের সংঘাত দেখানো হয়েছে। কিছু সত্যি ঘটনাও রয়েছে। মানুষের বিশ্বাস অনেক সময় ব্যবহার করা হয়। গানের ওপারে-র পরিচালক জয়দীপ এই ধারাবাহিকে ক্রিয়েটিভ ডিরেক্টর। অনেক নতুন মুখ নিয়ে আসছে ও।''

ছবিতে তরুণ ব্রিগেড কাজ করবে বিক্রম নামে একটি চরিত্রের নেতৃত্বে। এই বিক্রমের ভূমিকায় দেখা যাবে ঋদ্ধীশ চৌধুরীকে। এছাড়াও রয়েছে রাজর্ষি রায়, সোহিনী বন্দ্যোপাধ্যায়, সৌম্যরূপ সাহার মতো অভিনেতারা। আগামী ১৩ জুলাই থেকে স্টার জলসায় রাত ৮টায় সম্প্রচারিত হলে 'অলৌলিক না লৌকিক'।

Bengali Serial Bengali Television tollywood prosenjit chatterjee