বাঙালির কি সত্যিই বাংলার বাইরে গিয়ে বাংলা বলতে অসুবিধা হয়? নাকি বাংলা শুনতে অসুবিধা হয়? একজন আদ্যোপান্ত বাঙালি মানুষ যিনি বাংলা ছবিতে কাজ করেন তাকেই যখন মুম্বাইয়ের বুকে বাংলায় প্রশ্ন করা হলো তিনি কেনই বা এরকম উত্তর দিলেন? প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বহুদিন ধরে, বলিউডে একচেটিয়া কাজ করে যাচ্ছেন তিনি। বেশ কয়েকটি ওয়েব সিরিজের সঙ্গে সঙ্গে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারেও তাঁকে দেখা গিয়েছে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন বলিপাড়ার বুকে বেশ জনপ্রিয়। এবং, বর্তমানে তিনি রাজকুমার রাওয়ের সঙ্গে মালিক ছবিতে অভিনয় করছেন। সেই ছবিটা রাজকুমারের বিপরীতে তাকে দেখা যাবে। এবং সেই ছবির প্রসেনজিৎ হাজির হয়েছিলেন মুম্বাইতে। সেখানেই তাঁকে বাংলায় প্রশ্ন করা হয়েছিল। উত্তরে, হাসতে হাসতে প্রসেনজিৎ কি এটাই বলতে শোনা যায়, আপনি বাংলায় কেন আমাকে প্রশ্ন করছেন? এখানে তো বাংলায় বলার দরকার নেই। যদিও ভাই এটুকু বলার পর প্রসেনজিৎ হাসতে শুরু করেন।
Bollywood Tragic incident: সুপারস্টারকে খুন করতেই টাকা পেয়েছিলেন? ব…
কিন্তু এই দৃশ্য ভাইরাল হতে অনেকের রেগে আগুন। বাঙালি হিসেবে কানে যদি বাংলার প্রশ্ন আসে ও, তাতে এইরকম প্রতিক্রিয়া দেওয়ার দরকার কি এমনটাই বলতে শোনা গেছে সকলকে। তাহলে কি, বাঙালি হিসেবে তার খুব লজ্জা হয়? এদিকে সেই প্রশ্ন যখন বাংলায় করা হলো, তখন রাজকুমার রাও যা করলেন তাতে অনেক বাঙালিই চমকে উঠবে। কেন? বাঙালি মেয়ে পত্রলেখাকে বিয়ে করেছেন রাজকুমার। তার আগে বহু বছর একসঙ্গে প্রেম ও করেছেন। তাই বাংলায় প্রতি তার একটু হলেও কান রয়েছে। বাংলা ছবি দেখেন বাংলা কথা বলতে পারেন এমনকি বাংলার খাবার ও তার পছন্দ।
এবং সম্প্রতি জানা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় বায়বীকে তিনি অভিনয় করছেন। মহারাজ্যের চরিত্রে অভিনয় করা নিতান্তই সহজ ঘটনা নয়। এবং তার থেকেও বড় কথা দাদার চরিত্রে অভিনয় করতে গেলে স্পষ্ট বাংলা বলতে জানতে হবে। কিন্তু সেই দিন প্রসেনজিতের পাশে বসে রাজকুমার যা দেখালেন। সাংবাদিক বাংলায় প্রশ্ন শেষ করলে রাজকুমার সকলের কাছে এক্সপ্লেন করে দেন যে কী জানতে চাওয়া হয়েছে। এদিকে বাংলার প্রতি এত গভীর নজর দেখেই, করতালিতে ফেটে পড়ে সেই ঘর।
প্রচুর মানুষ এমনও বলেছেন, পত্রলেখা আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি দেখছেন আপনার স্বামীর এই প্রতিভা? এর জন্য আপনাকে ধন্যবাদ জানানো উচিত সকলের।