Bollywood Tragic incident: সুপারস্টারকে খুন করতেই টাকা পেয়েছিলেন? বিস্ফোরক তথ্য এল সামনে...

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনিত জানিয়েছেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এবং তাঁর বিরুদ্ধে আরও কিছু অভিযোগ ছিল। এমনকি এও বলা হয়েছিল অমিতাভকে খুন করার জন্য নাকি তাঁকে টাকা দেওয়া হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনিত জানিয়েছেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এবং তাঁর বিরুদ্ধে আরও কিছু অভিযোগ ছিল। এমনকি এও বলা হয়েছিল অমিতাভকে খুন করার জন্য নাকি তাঁকে টাকা দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amitabh bachchan-jaisalmer

বড় তথ্য এল সামনে... Photograph: (file)

মনমোহন দেশাইয়ের 'কুলি'র সেটে যখন অমিতাভ বচ্চন প্রায় মারাত্মক দুর্ঘটনায় পড়েন, তখন সারা দেশের তারকার ভক্তরা তাঁর জন্য প্রার্থনা করতে একত্রিত হয়েছিলেন। এদিকে, স্টান্টের সঙ্গে জড়িত থাকায় পুনিত ইসারের বিরুদ্ধে তাঁকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনিত জানিয়েছেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এবং তাঁর বিরুদ্ধে আরও কিছু অভিযোগ ছিল। এমনকি এও বলা হয়েছিল অমিতাভকে খুন করার জন্য নাকি তাঁকে টাকা দেওয়া হয়েছে। পুনিত বলেছিলেন যে এই পর্যায়ে তাকে অনেক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। 

Advertisment

নিজের ইউটিউব চ্যানেলে সিদ্ধার্থ কান্নানের সঙ্গে আড্ডায় পুনিত বলেন, 'কেউ বলেছে বচ্চনকে খুন করার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে। বিরোধী দলে থাকা অনেকে নাকি আমায় উস্কে এই কাজ করিয়েছিল। মানুষ তখন মিথ্যা ছাপত। কেউ লিখেছেন, পুনিত ইসার দাবি করেছেন যে তিনি ট্রেনের থেকেও দ্রুত দৌড়াতে পারেন, লোকেরা যা খুশি তাই বলছিল।" তিনি জানান, ফোন করে অনেকে হুমকি দিয়েছিল তাঁকে। তিনি বলেন, "লোকজন আমাকে ডেকে বলত, আমরা তোমাকে ছাড়ব না, আমরা তোমাকে মেরে ফেলব। কিন্তু ঘটনা এমনিতেই ঘটেছিল। এটা এমন একটা দুর্ঘটনা ছিল।" 

Ramayana First Teaser: ধর্ম আর ক্ষমতা, মানব বনাম অমরের লড়াই 'রামায়ণ'…

এ সময় অন্য অনেক ছবি থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। তিনি বলেন, "মানুষ আমাকে এড়িয়ে চলতে চেয়েছিল। তারা রীতিমতো ভয় পেত আমাকে। খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তাই এটা উড়িয়ে দেওয়া সম্ভব ছিল না। লোকে ভাবছিলেন, তিনি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট, তিনি শক্ত, তিনি সত্যিই মানুষকে আঘাত করতে পারেন। কিন্তু, অনেকেই বলেছিলেন, ভিলেনের ভূমিকায় নয়, বন্ধুর ভূমিকায় কাস্ট করি তাঁকে। পুনিত জানিয়েছেন যে তিনি "৭-৮টি ছবি থেকে বাদ পড়েছিলেন" এবং তার কোনও কাজ ছিল না। তবে তাকে তখনও জীবিকার নির্বাহ করতে হয়েছিল। তিনি স্মরণ করেছিলেন যে ১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত, মহাভারতে দুর্যোধন হিসাবে অভিনয় না করা পর্যন্ত, তিনি ছোট ছোট সিনেমা করতেন, ক্লাস পরিচালনা করতেন এবং লোকদের মার্শাল আর্টের প্রশিক্ষণ দিতেন।

Advertisment

Actress Tragic Death: শরীরে একাধিক ছুরিকাঘাত, অভিনেত্রী মেয়ে ও মাকে খুন করে গৃহকর্মীরাই! ১০দিন মর্গে বেওয়ারিশ লাশ...

১৯৮২ সালে 'কুলি'র সেটে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বচ্চন বেশ কয়েক মাস হাসপাতালে থাকায় গুরুতর আহত হন। বেঙ্গালুরুতে দুর্ঘটনার পর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হয়। এক পর্যায়ে তিনি 'ক্লিনিক্যালি ডেড' হলেও সৌভাগ্যক্রমে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং কয়েক মাস পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

amitabh bachchan Entertainment News Bollywood Actor