Advertisment
Presenting Partner
Desktop GIF

কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনায় আড়ালেই থাকলেন প্রসেনজিৎ

অতিথি তালিকায় শাহরুখ খান, বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার, দুই প্রখ্যাত ভারতীয় পরিচালক মহেশ ভাট ও গৌতম ঘোষ, হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল কিন্তু অনুপস্থিত টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উদ্বোধনে গরহাজির অভিনেতা।

নেতাজী ইনডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, একাধিক নেতা-মন্ত্রী, টলিউডের প্রায় সমস্ত শীর্ষ অভিনেতা-অভিনেত্রীরা, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন।বিশিষ্ট অতিথি তালিকায় শাহরুখ খান, বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার, দুই প্রখ্যাত ভারতীয় পরিচালক মহেশ ভাট ও গৌতম ঘোষ, হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল কিন্তু অনুপস্থিত টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Advertisment

তাহলে কী মানভ়ঞ্জন হলনা।বিশিষ্ট মহলের অনেকটা এমনই মত। বিড়ম্বনার সূত্রপাত অগাস্ট মাসে। চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের পদ থেকে বাদ পড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।বদলে চেয়ারম্যান হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। পরে অ্যাডভাইসরি কমিটি থেকে সরে দাঁড়ান প্রসেনজিৎ। আন্তর্জাতিক উৎসবের চেয়ারম্যান পদ থেকে অজান্তেই সরানো হয় তাঁকে, এতেই রাজ্য সরকারের সঙ্গে মনোমালিন্য হয় অভিনেতার।

publive-image গগনেন্দ্র প্রদর্শনশালায় এক্সিবিশনের উদ্বোধনে রাখি গুলজার।

আরও পড়ুন, কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য মমতাকে কুর্নিশ রাখী গুলজারের

তবে কেবলমাত্র প্রসেনজিৎ নন, রাজ চক্রবর্তীকে চেয়ারম্যান করায় পরিচালক অপর্ণা সেনও বেরিয়ে এসেছিলেন ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা পরিষদ থেকে।এদিন দেখা মিলল না তাঁরও। রাজ চক্রবর্তী বলেছিলেন, ”আমি রীনাদি এবং বুম্বাদার সঙ্গে আলাদা করে কথা বলব। তাঁদের পরামর্শ আমার প্রয়োজন। সরকার আমাকে এই পদ দিয়েছেন এবং উৎসবকে সাফল্যের শিখরে নিয়ে যেতে আমি সমস্ত চেষ্টা করব।” কিন্তু শেষ রক্ষা হলনা, মানভঞ্জন করা গেলনা তাদের।

যদিও আগেই প্রসেনজিৎ জানিয়েছিলেন, মুম্বইয়ে শুটিংয়ের কারণে কলকাতায় থাকা সম্ভব হবেনা তাঁর।কিন্তু সমালোচকরা বলছেন, তিনি না থাকার কারণটা অন্য। এদিন উদ্বোধনের মঞ্চে অনুপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, সৌমিত্র চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, শারীরিক অসুস্থাতার কারণে বিগবিকে ট্রাভেল করতে মানা করেছেন চিকিৎসক। অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায়ও। বিতর্ক সঙ্গে নিয়েই ৮ থেকে ১৫ নভেম্বর চলবে কলকাতা চলচ্চিত্র উৎসব।

prosenjit chatterjee Kolkata International Film Festival
Advertisment