Advertisment
Presenting Partner
Desktop GIF

Sourav-Prosenjit: 'ধর্ম-দাঙ্গা ভুলিয়ে এই ছেলেটাই সকলকে জড়ো করেছে', সৌরভকে স্যালুট বুম্বার

লর্ডসের মাঠের গেঞ্জি ওড়ানো বঙ্গসন্তানের জন্মদিনে আবেগে ভাসলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sourav Ganguly's 50th Birthday, Sourav Ganguly, Prosenjit Chatterjee wishes Sourav, Sourav Ganguly's birthday wishes, Prosenjit-Sourav, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভকে শুভেচ্ছা প্রসেনজিতের, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০তম জন্মদিন, bengali news today

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ ভিডিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

ময়দানে ছক্কা হাঁকিয়ে শতরান করেছেন অগুন্তিবার। আর শুক্রবার জীবনের বাইশ গজে হাফ সেঞ্চুরি পূরণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly 50th birthday)। জীবনের চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি বিসিসিআই প্রেসিডেন্ট। ঠান্ডা মাথায় টিম স্ট্র্যাটেজি সাজানো থেকে লর্ডসের মাঠে তাঁর দাদাগিরি। ক্রীড়াপ্রেমী বাঙালিদের কাছে ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ (Sourav Ganguly) নিঃসন্দেহে একটা আবেগের নাম। মহারাজের সেই স্পিরিটকে কুর্নিশ জানিয়েই তাঁর জন্মদিনে আবেগে ভেসেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Advertisment

সুবোধ সরকারের লেখা কবিতা, ঋতুপর্ণ ঘোষের কণ্ঠ আর বাইশ গজে দাদার কীর্তি সব মিলিয়ে মিশিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০তম জন্মদিনে বিশেষ ভিডিও বার্তা বুম্বার। মহারাজকে দুর্ধর্ষ শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একজন যদি ক্রিকেট মাঠের ক্যাপ্টেন হন, আরেকজন তাহলে বাংলা বিনোদুনিয়ার কাছে 'ইন্ডাস্ট্রি'। সেই বিশেষ ভিডিওতে এক দাদার উদ্দেশে আরেক দাদার বার্তা দেখে আনন্দে উত্তাল নেটপাড়া।

প্রসঙ্গত, এবছর লন্ডনে জন্মদিন পালনে ব্যস্ত সৌরভ। আর কলকাতায় বসে মহারাজকে নিয়ে নস্ট্যালজিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুবোধের লেখা কবিতায় ভেসে উঠল সেই লাইন- "ধর্ম-দাঙ্গা ভুলিয়ে এই ছেলেটাই সকলকে জড়ো করেছে…"। সত্যিই তো তাই, এই বঙ্গসন্তান যখন ব্যাট হাতে মাঠে নেমেছেন, জাত-পাতের বিদ্বেষ ভুলে টিভি পর্দায় চোখ রেখেছে গোটা ভারত। লর্ডসের মাঠে সগৌরবে গেঞ্জি ওড়ানো দাদাগিরির কথাও মনে করেছেন বুম্বা। যা দেখে আবারও বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আবেগে ভাসল নেটদুনিয়া।

<আরও পড়ুন: জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি! ‘আমি ৩ রান পিছিয়ে’ সৌরভের জন্মদিনে নস্ট্যালজিক মীর>

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই লন্ডনে উৎসবের মেজাজে সৌরভ গঙ্গোপাধ্যায়। রয়েছেন স্ত্রী ডোনা ও মেয়ে সানাও। ৫০ বছরের জন্মদিন বলে কথা! স্ত্রী অঞ্জলিকে নিয়ে শচীনও হাজির। 'দাদি'র বকুনির কথা মনে করে তিনিও বিশেষ বার্তা দিয়েছেন সৌরভকে। শুধু তাই নয়, এদিন রাতে লন্ডনের রাস্তায় সৌরভকে যে মুডে দেখলেন অনুরাগীরা, তা একেবারে অবিশ্বাস্য! শাহরুখ খানের গানে ভাংরা নেচে বাজিমাত করলেন 'দাদা'।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

prosenjit chatterjee tollywood West Bengal News Sourav Ganguly Entertainment News
Advertisment