scorecardresearch

পল্লবী নাকি মৃত! অজান্তেই ব্যাংক থেকে লাখ লাখ টাকা খোয়ালেন প্রসেনজিতের বোন

ঘটনায় হতভম্ব পল্লবী…দিদির কাছে যাবেন তিনি?

pallavi chatterjee, prosenjit chatterjee, pallavi chatterjee FIR
মাথায় হাত পল্লবীর

বেচেঁ থাকতেই জানতে পারলেন তিনি নাকি মৃত! এমন চূড়ান্ত হেনস্থার শিকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর বোন পল্লবী চট্টোপাধ্যায়। তাঁকে মৃত ঘোষণা করেই ৯ লাখ ১৭ হাজার টাকা উধাও! ঘটনায় অবাক অভিনেত্রী।

ব্যাঙ্ক মারফত খবর পেতেই নড়েচড়ে বসলেন অভিনেত্রী। জানতে পারেন, তাঁর একাউন্ট নাকি বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, এরপর এক জোর ঝটকা পেলেন। সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর পিপিএফ ফান্ডের সমস্ত অর্থ গায়েব হতেই মাথায় হাত অভিনেত্রীর। পল্লবী নাকি মৃত, এই দাবি করেই সমস্ত টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলা দায়ের করেছেন কড়েয়া থানায়।

pallavi chatterjee, prosenjit chatterjee, pallavi chatterjee FIR, pallavi chatterjee tollywood

অভিনেত্রী সমস্ত উপযুক্ত প্রমাণ সমেত থানায় তাঁর অভিযোগ জানিয়েছেন। ব্যাঙ্ক মারফত খবর, খুব শীঘ্রই তাঁকে টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু এতেও যথেষ্ট সন্দেহ রয়েছে অভিনেত্রীর। পল্লবী যথেষ্ট স্তম্ভিত এই ঘটনায়। এখন জীবিত মানুষকে এভাবে মেরে ফেলে টাকা উধাও! কোনও কিছুই যেন মেলাতে পারছেন না তিনি।

আরও পড়ুন [ পিছন থেকে ‘ছুঁরি মারেন’ করণ জোহর! বর নিকের সঙ্গে ফিসফিসিয়ে তাঁকেই আলিঙ্গন প্রিয়াঙ্কার ]

পল্লবী সংবাদমাধ্যমে বলেছেন, “ব্যাঙ্কের কাছে আমার ডেথ সার্টিফিকেটের প্রশ্ন তুললেও তাঁরা কোনও সঠিক উত্তর দেন নি। আজ আমার সঙ্গে, কাল অন্যকারওর সঙ্গে এহেন কিছু হবে। এটা একটা বিরাট চক্র! একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রিত ব্যাংকে এহেন কিছু হবে, ভাবা দায়। দিদির কাছে যেতে পারতাম, তাও বিশ্বাস উঠে যায়”।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Prosenjit chatterjee sister pallavi chatterjee lost her money from bank