Advertisment

করোনায় আক্রান্ত প্রসেনজিৎ, বাড়িতেই নিভৃতবাসে 'বুম্বাদা'

কী জানালেন অভিনেতা?

author-image
Sandipta Bhanja
New Update
Prosenjit Chatterjee, Bengali film industry, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা সিনে ইন্ডাস্ট্রি, bengali news today

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

করোনায় কাবু টলিপাড়া (Covid Cases in Tollywood)। গত একসপ্তাহে রাজ-শুভশ্রী, দেব-রুক্মিণী, ঋতুপর্ণা, রুদ্রনীল, পরমব্রত, মিমি, সোহম-সহ একাধিক তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরম-রুদ্রনীলরা যেখানে করোনামুক্ত হয়ে উঠেছেন দিন কয়েকের মধ্যেই সেখানেই বাকিরাও সেরে উঠছেন। এবার করোনায় আক্রান্ত হওয়ার খবর দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই দুঃসংবাদ জানান 'ইন্ডাস্ট্রি'। অভিনেতার মন্তব্য, "দুর্ভাগ্যবশত, আমিও করোনায় আক্রান্ত। চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে বাড়িতেই নিভৃতাবাসে রয়েছি। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠব।" প্রসেনজিতের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়া। প্রত্যেকেই তাঁর আরোগ্যকামনা করেছেন।

অতিমারীর তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই ভয়াবহ গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে দেশে। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিনিয়ত তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে। তবে শিল্পীদের মধ্যে যত দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে, তাঁরা সেরেও উঠছেন। মঙ্গলবারই রূপম ইসলামের গোটা পরিবারের কোভিড (Covid-19) রিপোর্ট পজিটিভ এসেছে। বিকেল গড়াতেই দুঃসংবাদ দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

<আরও পড়ুন: গত ৭ দিন বাড়ির বাইরে যাননি! তবুও সপরিবারে করোনায় আক্রান্ত রূপম ইসলাম>

এদিকে, নতুন করে কোভিড থাবা বসিয়েছে পরিচালক রাজা চন্দ, ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষের শরীরে। রবিবারই গায়িকা জানান, তিনি ও তাঁর স্বামী করোনায় আক্রান্ত, তাই আপাতত দরজায় খিল দিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

prosenjit chatterjee COVID-19 Entertainment News
Advertisment