বাংলার প্রথম মহিলা চিকিৎসক, ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের বায়োপিক, 'প্রথমা কাদম্বিনী' আসছে আগামী সোমবার থেকে। এই নতুন ধারাবাহিকের স্লট ঘোষণার সঙ্গে সঙ্গেই বহু দর্শকের মনেই প্রশ্ন উঠেছিল যে সন্ধ্যা ৬টার স্লটে যদি এই ধারাবাহিক শুরু হয়, তবে ওই স্লটের জনপ্রিয় ধারাবাহিক 'সাঁঝের বাতি' কখন দেখা যাবে।
প্রথমে অনেকে ভেবেছিলেন যে 'সাঁঝের বাতি' হয়তো আসবে রাত ১১.৩০টায় কারণ তা ছাড়া আর অন্য কোনও স্লট এই মুহূর্তে খালি নেই। বিকেল ৫টার ধারাবাহিক 'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে' শেষ হয়েছে বটে কিন্তু ওদিকে ওই স্লটটি চলে গিয়েছে স্টার জলসা-র নতুন রিয়্যালিটি শো-- 'সুপারস্টার পরিবার'-এ।
আরও পড়ুন: সেরা তিন কন্যা, প্রথম রাসমণি! রইল টিআরপি সেরা দশ তালিকা
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় এই ১ ঘণ্টার গেম শোয়ের সম্প্রচার শুরু হবে ১৫ মার্চ থেকে। প্রতিদিন বিকেল ৪.৩০ থেকে দেখা যাবে এই এক ঘণ্টার অনুষ্ঠানটি। আর বিকেল ৪টে থেকে শুরু হতে চলেছে নতুন কুকারি শো, 'রান্নাবান্না'। অর্থাৎ 'সাঁঝের বাতি'-র স্লট এগোবে না, পিছোবে।
সোমবার থেকে 'সাঁঝের বাতি'-র সম্প্রচার হবে রাত ৯.৩০টার স্লটে। আর ওই স্লটের ধারাবাহিক, 'ধ্রুবতারা'-র নতুন সম্প্রচার সময় হল রাত ১১টায়। এতদিন রাত ১১টার স্লটে দেখা যেত 'ইরাবতীর চুপকথা'। ওই ধারাবাহিকটি এখন থেকে দেখা যাবে রাত ১১.৩০টার স্লটে।
অর্থাৎ পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্টার জলসা-র অনুষ্ঠানগুলির সম্প্রচার তালিকা হবে এই রকম---
৪.০০-- রান্নাবান্না
৪.৩০-- সুপারস্টার ফ্যামিলি
৫.৩০-- এখানে আকাশ নীল
৬.০০-- প্রথমা কাদম্বিনী
৬.৩০-- দুর্গা দুর্গেশ্বরী
৭.০০-- শ্রীময়ী
৭.৩০-- কে আপন কে পর
৮.০০-- মোহর
৮.৩০-- কপালকুণ্ডলা
৯.০০-- কোড়া পাখি
৯.৩০-- সাঁঝের বাতি
১০.০০-- মহাপীঠ তারাপীঠ
১০.৩০-- চুনি পান্না
১১.০০-- ধ্রুবতারা
১১.৩০-- ইরাবতীর চুপকথা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন