মঙ্গলবার বার মুম্বইয়ের বাড়িতে বিপত্তারিণী পুজো করলেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। পুজোর পর সোশাল মিডিয়ায় শেয়ারও করলেন সেই ছবি। করণের হাতে লাল সুতোও দেখা গেল। বিপাশার বাবা-মা হীরক বসু ও মমতা বসু সহ পরিবারের সবাই উপস্থিত ছিলেন পুজোয়।
বিপাশার বোন বিদিশাকেও দেখা গেল করণের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে। জন্মসূত্রে কলকাতার মেয়ে বিপাশা বসু। তবে পুজো আচ্চায় বলিউডও যে পিছিয়ে নেই তার আরও একবার প্রমাণ মিলল।
View this post on Instagram
Pujo Day ❤️ Durga Durga ???? #famjam #cutestparentsever #grateful #mabipadtarinipujo
আরও পড়ুন, ‘হেডকোয়াটার্স লালবাজার’-এ কাহিনিই এবার ওয়েব সিরিজে
আপাতত করণ সিং গ্রোভারকে দেখা যাচ্ছে কসৌটি জিন্দেগি কি ধারাবাহিকে। সেখানে মিস্টার.বাজাজের চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘অ্যালোন থ্রি’ ছবির সেটে একে অপরের প্রেমে পড়েন এই যুগল। পরে সাতপাকে বাঁধা পড়েছেন তারা। শুধু সিলভার স্ক্রিনে নয় একসঙ্গে বহু বিজ্ঞাপনেও কাজ করেছেন তারা।