Kapil Sharma-Kolkata: কপিলকে হুমকি ফোন-এক কোটি টাকার দাবি, কলকাতা থেকে গ্রেফতার অভিযুক্ত কে?

Kapil Sharma threat calls-1 Crore Extortion: কপিল শর্মাকে ১ কোটি টাকার দাবিতে হুমকি। মুম্বই পুলিশের তৎপরতায় কলকাতা থেকে গ্রেফতার এক ব্যক্তি। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে ধৃত ওই ব্যক্তির নাম দিলীপ চৌধুরী।

Kapil Sharma threat calls-1 Crore Extortion: কপিল শর্মাকে ১ কোটি টাকার দাবিতে হুমকি। মুম্বই পুলিশের তৎপরতায় কলকাতা থেকে গ্রেফতার এক ব্যক্তি। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে ধৃত ওই ব্যক্তির নাম দিলীপ চৌধুরী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kapil sharma - closed one

Kapil Sharma-Kolkata Man Arrtested: জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকে ১ কোটি টাকার দাবিতে হুমকি। মুম্বই পুলিশের তৎপরতায় কলকাতা থেকে গ্রেফতার এক ব্যক্তি।  মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে ধৃত ওই ব্যক্তির নাম দিলীপ চৌধুরী। এইচটি (HT)কে জানিয়েছেন কর্মকর্তারা। অভিযোগ, দিলীপ চৌধুরী কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারা ও গোল্ডি ব্রারের নাম ব্যবহার করে কপিল শর্মাকে হুমকি দিয়েছিলেন। এখানেই শেষ নয়, এক কোটি টাকা দাবি করেছিলেন। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত দিলীপ কপিল শর্মাকে ফোন করে এবং হুমকি দিয়ে ভিডিও-ও পাঠিয়েছিল। গত ২২ ও ২৩ সেপ্টেম্বর কৌতুকশিল্পী কপিল শর্মা অভিযুক্তের কাছ থেকে প্রায় সাতটি ফোন কল পান।

Advertisment

কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযুক্ত দিলীপ চৌধুরীকে পুলিশ হেফাজতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাখা হবে। দিলীপ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বইয়ে আনা হবে। ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ। ওই ব্যক্তি সত্যিই দুষ্কৃতিদের সঙ্গে সরাসরি যুক্ত ছিল কি না নাকি কেবল তাঁদের নাম ব্যবহার করে ভয় দেখিয়ে টাকা আদায় করার চেষ্টা করছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো'-কে সতর্কবার্তা দিয়েছে। কারণ, এই শোয়ে মুম্বইকে 'বম্বে' সম্বোধন করা হয়েছিল, যা মায়ানগরীর পুরনো নাম।

আরও পড়ুন ১১ টি দৃশ্যে কাঁচি-একাধিক ফুটেজ বাদ, অস্কারে মনোনয়নের পরও 'হোমবাউন্ড'-এ সেন্সরের কোপ

Advertisment

এমএনএস নেতা অমেয় খোপকর, যিনি এই দলের চলচ্চিত্র শাখার প্রধান এক্স হ্যান্ডেলে কপিল শর্মার শো-কে সতর্ক করেছিলেন। কারণ এক সেলিব্রিটি অতিথি রাজ্যকে 'মুম্বই' না বলে 'বম্বে' বলেছিলেন। খোপকর হুঁশিয়ারি বার্তায় কপিলের উদ্দেশ্যে লিখেছিলেন 'বম্বের নাম সরকারিভাবে মুম্বই রাখা হয়েছে ৩০ বছর আগে। অথচ আজও বলিউডের কপিল শর্মা শো-এর অতিথি, দিল্লি-ভিত্তিক রাজ্যসভা সাংসদরা, শো-এর সঞ্চালকরা এবং বহু হিন্দি ছবিতে এই নাম ব্যবহার করছে। মহারাষ্ট্র সরকার ১৯৯৫ সালে এবং কেন্দ্রীয় সরকার ১৯৯৬ সালে নাম পরিবর্তনকে চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতারও আগে অনুমোদন দিয়েছিল। তাই অনুরোধ-সহ-সতর্কবার্তা দেওয়া হচ্ছে, দয়া করে শহরের নাম 'মুম্বই' হিসেবেই ব্যবহার করুন।

কপিল শর্মার জীবনে বিপদের কালো মেঘ যেন সরছে না। চলতি বছরই জুলাইয়ে সপ্তাহখানেকের ব্যবধানে তাঁর ক্যাফেতে দু'বার গুলি চলে। কানাডায় নতুন ব্যবসা শুরু করতেই একের পর এক জঙ্গি হামলা। সেই ঘটনার পরই মুম্বইয়ে বসে হুমকি ফোন । কপিলের থেকে দাবি করা হয় ১ কোটি টাকা। সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে কলকাতার সত্যিই যোগ রয়েছে কিনা দেখছে মুম্বই পুলিশ। 

আরও পড়ুন 'তেরে নাম-এর টাইটেল ট্র্যাক শুনে কাঁদতেন আর...', ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণায় কী করতেন সলমন?

kolkata kapil sharma