ইন্দ্রাশিস আচার্য্য ছবি 'পিউপা' খুন না মার্সিকিলিং না স্বেচ্ছামৃত্যু নাকি স্বাভাবিক মৃত্যুর কথা বলে। গোটা গল্প জুড়ে এই টানাপোড়েনকে ধরে রাখতে চেয়েছেন পরিচালক। এবার আরও একটি পুরস্কার ঝুলিতে পুড়ল এই ছবি। 'দ্য ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস'-এর পুরস্কার জিতল ইন্দ্রাশিস আচার্য্য। এই ছবি ছাড়াও নমিনেশনে ছিল সৃজিত মুখোপাধ্যায়ের 'এক যে ছিল রাজা' এবং সৌকর্য ঘোষাল পরিচালিত 'রেনবো জেলি'।
প্রসঙ্গত, 'পিউপা'-র পুরস্কার পাওয়ায় খুশি পরিচালক। ইন্দ্রাশিসের প্রথম ছবি 'বিলু রাক্ষস' সেভাবে ইন্ডাস্ট্রির সমর্থন পায়নি কিন্তু 'পিউপা' দেখে প্রংশসা করেছিলেন প্রত্যেকেই। কমার্শিয়াল ছবির থেকে কিছুটা হলেও আলাদা এই ছবি। স্বেচ্ছামৃত্যু-র ধারণাকে নতুন আঙ্গিকে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক।
আরও পড়ুন, ‘বিবাহ অভিযান’-এর শুটিংয়ে গুরুতর আহত প্রিয়াঙ্কা
ছবিতে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্য়ায়, পিয়ালী মুন্সি ও আরও অনেকে। 'পিউপা'র সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছিল জয় সরকারের উপর।
মুক্তির আগেই বিলু রাক্ষসের মতনই দেশ-বিদেশ ঘুরে এসেছে এই ছবি। পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও। ঔরঙ্গাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সাউন্ডের পুরস্কার পেয়েছে 'পিউপা'। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রে একমাত্র বাংলা সিনেমা 'পিউপা'ই কম্পিটিশন বিভাগে ছিল। এবার মুকুটে জুড়ল আরও একটি পুরস্কারের পালক।