Advertisment
Presenting Partner
Desktop GIF

Pushpa 2: 'পুষ্পা ২' দেখতে গিয়েই পদপিষ্ট হয়ে গুরুতর যখম খুদে, মস্তিকে আঘাত! কেমন আছে শিশুটি?

Pushpa 2-Allu Arjun: ৯ বছরের ছেলেটি অর্জুনের অন্ধভক্ত। তাঁর ছবি দেখতেই হায়দ্রাবাদের সেই থিয়েটারে গিয়েছিল সে। কিন্তু, আর যাই হোক সেখানে গিয়ে যে তাঁর সঙ্গে এমন পরিস্থিতি হবে একথা যেন ভাবতেই পারেননি তাঁর পরিবার।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
allu arjun- pushpa theatre incident

Allu Arjun: আল্লু অর্জুনের কারণে সেদিন যে ঘটনা ঘটে, তারপর থেকেই...

'পুষ্পা ২' ছবি রিলিজের সঙ্গে সঙ্গে যেমন প্রশংসা কুড়িয়েছে, ঠিক সেরকম সেই ছবির প্রিমিয়ারে ঘটে যাওয়ার ঘটনায় একদল রেগে আগুন। না জানিয়ে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ( Sandhya Theatre ) উপস্থিত হন আল্লু অর্জুন ( Allu Arjun Hydrabad Incident )। সেখানে তাঁকে দেখতেই এত পরিমাণে ভিড় জমে যে, পদপিষ্ট হয়ে মৃত্যু হয় রেবতী দেবীর। এবং তাঁর ছেলে তেজ এখনও হাসপাতালে সংকটজনক।

Advertisment

৯ বছরের ছেলেটি অর্জুনের অন্ধভক্ত। তাঁর ছবি দেখতেই হায়দ্রাবাদের সেই থিয়েটারে গিয়েছিল সে। কিন্তু, আর যাই হোক সেখানে গিয়ে যে তাঁর সঙ্গে এমন পরিস্থিতি হবে একথা যেন ভাবতেই পারেননি তাঁর পরিবার। তেজের পরিস্থিতি খুব একটা ভাল নয় বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, ১৪ দিন কেটে গেলেও এখনও সেই খুদে ভেন্টিলেশনে। শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলেই জানা যাচ্ছে।

মঙ্গলবার তাঁকে দেখতে গিয়েছিলেন হায়দ্রাবাদ থানার কমিশনার। তেজকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয়েছিল থিয়েটার থেকে। অবস্থার অবনতি হলে তাঁকে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে তারপর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। জানা গিয়েছে, পদপিষ্ট হওয়ায় মস্তিষ্কে চোট পেয়েছে সে। এবং কিছুক্ষণের জন্য তাঁর মস্তিষ্কে নাকি অক্সিজেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও স্নায়ু ঠিক করে কাজ করছে না। স্নায়বিক অবস্থার অবনতি হচ্ছে ক্রমাগতই। রক্ত চলাচল এবং শ্বাস প্রশ্বাসের সহায়তার জন্য তাঁর শরীরে নল ঢোকানো হয়েছে।

আরও পড়ুন  -   Pushpa 2 : ছুটছে পুষ্পা ২-এর বিজয় রথ, ১২ দিনে ১৫০০ কোটির ক্লাবে আল্লু-রশ্মিকার ছবি

Advertisment

যদিও বা অভিনেতা আল্লু অর্জুন ছেলেটিকে নানা আইনি জটিলতার কারণে দেখতে যেতে পারেননি। কিন্তু, তিনি বারবার জানিয়েছেন, পরিবারের পাশে আছেন তিনি। তাঁদের যেভাবে সম্ভব হবে সেভাবে সাহায্য করবেন। এমনকি আর্থিকভাবেও সাহায্য করবেন। তবে বাচ্চাটিকে কমিশনার যে দেখতে গিয়েছিলেন, তিনি জানিয়েছেন তেজের সেরে উঠতে এখনও অনেক সময় লাগবে।

একথা কারওর অজানা নয়, মৃতা এবং জখমীর পরিবারের তরফে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এবং সন্ধ্যা থিয়েটারের মালিকের সঙ্গে সঙ্গেই অভিনেতাকে মামলার কারণেই গ্রেফতার করে হায়দ্রাবাদ থানার পুলিশ। যদিও বা সেই দিন সন্ধ্যেয় তেলেঙ্গানা হাইকোর্ট তাঁকে জামিন দিয়ে দেয়। এবং মৃতার পরিবার কেস তুলেও নেন।

Allu Arjun pushpa
Advertisment