Advertisment
Presenting Partner
Desktop GIF

Pushpa 2 Song : সামান্থার থেকে কম পারিশ্রমিকে পুষ্পা ২-র আইটেম গানে পারফর্ম? মুখ খুললেন শ্রীলীলা

Pushpa 2 Item Song : মুক্তি পেয়েছে পুষ্পা ২-এর আইটেম গান। মুক্তির পরই তো সুপাহিট। সামান্থার থেকে কম পারিশ্রমিক পেয়েছেন শ্রীলীলা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
সামান্থার থেকে কম পারিশ্রমিকে পুষ্পা ২-র আইটেম গানে পারফর্ম?

সামান্থার থেকে কম পারিশ্রমিকে পুষ্পা ২-র আইটেম গানে পারফর্ম?

Sreeleela Pushpa 2 KISSIK : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই সেলুলয়েড কাঁপাতে আসছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। দোসর শ্রীভল্লি ওরফে দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানা। পুষ্পার প্রথম পর্বের সাফল্যের পরই দ্বিতীয় পর্ব নিয়ে উৎসাহী ছিল আপামর সিনেপ্রেমী মানুষ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে পুষ্পা দ্যা রুল। ইতিমধ্যেই সামনে এসেছে আইটেম গানের ঝলক যেখানে সৌষ্ঠব কোমড়ের ঝলকানিতে মাত দিয়েছেন শ্রীলীলা। পুষ্পার প্রথম ভাগের আইটেম গানে সামান্থার 'ও অন্তাভা' -কে 'কিসিক' ছাপিয়ে যেতে পারবে কিনা তা বোঝার জন্য এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এর মাঝেই শ্রীলীলার পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে চর্চা। 

Advertisment

সামান্থার থেকে কম পারিশ্রমিকে শ্রীলীলা পারফর্ম করেছে বলেই সূত্রের খবর। কিন্তু, এই প্রসঙ্গে একেবারে স্পিকটি নট অভিনেত্রী। সম্প্রতি শ্রীলীলা তাঁর আসন্ন সিনেমা রবিনহুডের প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তাঁকে কিসিক নিয়ে প্রশ্ন করা হয়। আইটেম গানে পারফর্ম করার সিদ্ধান্ত কেন নিলেন? 

উত্তরে তিনি বলেন, 'এই গান মুক্তির পর বুঝবেন আমার চয়েজ একদম পারফেক্ট ছিল। এটা প্রথাগত আইটেম গান নয়। এই গানের নেপথ্যে একটা গল্প রয়েছে। ছবি মুক্তির পরই সেটা বোঝা যাবে।' গান মুক্তির ১২ ঘণ্টার মধ্যে ভউয়ার্সের সংখ্যা পৌঁছেছিল ১৭.৭ মিলিয়ানে। এই গানের জন্য শ্রীলীলা কত পারিশ্রমিক নিয়েছেন?

 এই প্রশ্নের জবাব, 'এখনও পর্যন্ত প্রযোজকের সঙ্গে এই বিষয়ে কথা হয়নি।' তবে মিডিয়া রিপোর্ট মোতাবেক, কিসিক-এর জন্য শ্রীলীলার পারিশ্রমিক দু' কোটি। যেখানে সামান্থা ও অন্তাভার জন্য নিয়েছিলেন পাঁচ কোটি। ইন্দো-আমেরিকান অভিনেত্রী শ্রীলীলার অদা দর্শককে কতটা বিনোদন দেবে তা তো সময়ই বলবে।

ইন্দো-আমেকরিকান অভিনেত্রী শ্রীলীলার জন্ম ২০০১-এর ১৪ জুন।  কেরিয়ার শুরু করেন ২০১৯-এ। কন্নড় ও তেলুগু ছবিতে কাজ করেছেন। বেঙ্গালুরুতেই ছোট থেকে বড় হয়েছেন শ্রীলীলা। ছোট থেকেই ভরতনাট্যমের প্রশিক্ষণ নিতেন তিনি। মা স্বর্ণলতা ওই শহরেরই একজন বিশিষ্ট গায়নোকোলজিস্ট। মায়ের মতো তিনিও চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ২০২১-এ MBBS-এর ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছেন। ২০২২-এর ফেব্রুয়ারিতে বিশেষভাবে সক্ষম দুটি শিশুকে দত্তক নেন। 

আরও পড়ুন:২০২১-এ MBBS-এর ফাইনাল পরীক্ষা, পুষ্পা ২-র আইটেম ডান্সার শ্রীলীলা কে?

bollywood movie Bollywood News Bollywood Song bollywood actress Bollywood Actor pushpa the rise
Advertisment