/indian-express-bangla/media/media_files/2025/09/06/cats-2025-09-06-16-10-48.jpg)
প্রয়াত বিক্রমের মা
Vikram Bhatt Mother Passes Away: ফের বলিউডে শোকের ছায়া। দৃশ্যম খ্যাত অভিনেতা আশীষ ওয়ারাংয়ের প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। সেই রেশ কাটতে না কাটতেই ফের মৃত্যুসংবাদ। প্রয়াত পরিচালক-প্রযোজক বিক্রম ভাটের মা বর্ষা ভাট। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মিডিয়া রিপোর্ট মোতাবেক, দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন বিক্রমের মা। জানা যাচ্ছে, একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। বর্ষা ভাট ছিলেন খ্যাতনামা চিত্রগ্রাহক প্রবীণ ভাটের স্ত্রী। শনিবার পরিবারের উপস্থিতিতেই ভারসোভা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বিক্রম ভাটের টিম তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।
মাত্র ১৪ বছর বয়সে বিক্রম ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তখন তিনি পরিচালক মুকুল আনন্দকে তাঁর প্রথম ছবি 'কানুন কেয়া করবো' তে সহকারী হিসেবে সাহায্য করেন। তিনি পরে আমির খান অভিনীত 'গুলাম' সহ একাধিক হিট ছবি দর্শককে উপহার দেন। ২০০৮ সালে বিক্রম তৈরি করেন হরর মুভি। পরপর তিনটি সফল ছবির তালিকায় রয়েছে '১৯২০', 'শাপিত' এবং 'হন্টেড – 3D'।
আরও পড়ুন মাত্র ৫৫-এ থামল পথ চলা, প্রয়াত 'দৃশ্যম' খ্যাত অভিনেতা
২০১০ সালে তিনি ভারতের প্রথম স্টেরিওস্কোপিক 3D সিনেমা 'হন্টেড – 3D' তৈরি করে নজির গড়েছিলেন। ২০১১ সালের মে মাসে মুক্তিপ্রাপ্ত এই ছবি সেই বছর সর্বাধিক ব্যবসা করা হিন্দি হরর সিনেমার রেকর্ড গড়েছিল। হরর ঘরানায় নিজের আলাদা ধারা তৈরি করেছেন বিক্রম। তাঁর পরিচালিত জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ছবির মধ্যে রয়েছে 'রাজ', '১৯২০' এবং 'হন্টেড'।
আরও পড়ুন
বিক্রম পরিচালিত আপকামিং মুভি 'হন্টেড: ঘোস্টস অব দ্য পাস্ট'। হরর মুভির কাজেই সম্প্রতি ব্যস্ত ছিলেন পরিচালক। তার মাঝেই মাকে হারালেন পরিচালক। বর্তমানে বিক্রমের কন্যা কৃষ্ণাও চলচ্চিত্রে পরিচালক হিসেবে কাজ করছেন। প্রসঙ্গত, অনেকেই মনে করতেন বিক্রম মহেশ ভট্ট ও মুকেশ ভট্টের আত্মীয়, কিন্তু বাস্তবে তাঁদের মধ্যে কোনও রক্তের সম্পর্ক নেই।