/indian-express-bangla/media/media_files/2025/09/06/cats-2025-09-06-10-36-20.jpg)
প্রয়াত অজয়-অক্ষয়ের সহ অভিনেতা
Ashish Warang Drishyam Actor Died: ফের বিনোদন জগৎ-এ মৃত্যুসংবাদ। প্রয়াত অভিনেতা আশীষ ওয়ারাং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। আশীষের মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই অগণিত ভক্ত ও সিনেমাপ্রেমীরা সামাজিক মাধ্যমে শোকজ্ঞাপন করেন এবং পরিবারের প্রতি জানান সমবেদনা। আশীষের এই অকাল প্রয়াণে থমকে গেল কেরিয়ারের পথ চলা। টিনসেল টাউন ও দর্শক হারাল একজন ভাল অভিনেতাকে। তবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। রোহিত শেট্টি পরিচালিত ও অক্ষয় কুমার অভিনীত ২০২১ সালের সিনেমা সূর্যবংশী-তে আশীষের অভিনয় দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল।
যদিও তিনি সব ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেননি, তবুও তাঁর পারফরম্যান্স দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল। তাই স্ক্রিন টাইম কম হলেও ২০১৫-এ নিশিকান্ত কামাতের দৃশ্যম-এর মতো ব্লকবাস্টার মুভিতে অজয় দেবগন, তবু ও শ্রিয়া সরণের পাশে আশীষের অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল। প্রয়াত অভিনেতা আশীষ ওয়ারাংয়ের উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে 'এক ভিলেন রিটার্নস'। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেব জন আব্রাহাম ও অর্জুন কাপুর।
Shocked to hear about the passing of actor Ashish Warang today. I had the privilege of working with him.
— Arin Paul (@arinpaul) September 5, 2025
May his soul find peace and his work live on in the memories he helped create.
Will miss you Ashish Ji 🙏🏼#AshishWarangpic.twitter.com/4jtaHA8U0S
এছাড়াও রয়েছে ২০২২ সালে রণবীর সিং অভিনীত 'সার্কাস', ২০১৯-এ মনোজ বাজপেয়ীর 'দ্য ফ্যামিলি ম্যান সিজন ওয়ান' এবং ২০১৪ সালের আরও একটি হিট মুভি রানি মুখোপাধ্যায়ের মর্দানী সহ একাধিক প্রজেক্টে আশীষের কাজের তারিফ করেছে দর্শক। তাঁর মতো একজন প্রতিভাবান শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড। আশীষ শুধু বলিউডেরই পরিচিত মুখ নন। বেশ কিছু মারাঠি ও দক্ষিণী ছবিতেও অভিনয় করে সুনাম অর্জন করেছেন।
আরও পড়ুন প্রথমবার পুজো থেকে বঞ্চিত গণপতি বাপ্পা, গণেশ চতুর্থীর পরই রাজ-শিল্পার জীবনের বড় বিপদ
সোশ্যাল মিডিয়ায় আরিন পাল লিখেছেন, 'আজ অভিনেতা আশীষ ওয়ারাংয়ের প্রয়াণের খবর শুনে আমি স্তম্ভিত। একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। ওঁর আত্মা শান্তি পাক আর কাজগুলি দর্শকদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকুক। আশীষজি, আপনাকে ভীষণ মিস করব।' ভক্তরা অভিনেতার স্মরণীয় পারফরম্যান্সের কথা স্মরণ করে শোকজ্ঞাপন করেছেন।